দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইপিএলে ডবল হেডারের দ্বিতীয় পর্বে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ানস। অনেক ক্রিকেট বিশেষজ্ঞদের মতেই আজ সম্ভবত হতে চলেছে ফাইনালের আগে ফাইনাল। লীগ টেবিলের প্রথম এবং দ্বিতীয় স্থানে থাকা দুই দলের মধ্যেই লড়াই দেখতে মুখিয়ে আছে ফ্যানেরা। নিজেদের গত ম্যাচে অসামান্য জয় তুলে নিয়েছে দুই দলই। তাই আজও আরেকবার নিজেদেরকে প্রমাণ করতে মাঠে নামবে তারা।
আবুধাবির ময়দানে দিল্লি ক্যাপিটালস দলে কোন পরিবর্তন আনে কিনা সেটাই এখন দেখার। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে ক্রিকেটীয় ভাষায় যাকে বলে হর্সেস ফর কোর্সেস, তাতে বিশ্বাস নেই এই দুই দলেরই। ব্যাটিংয়েও তেমন একটা চিন্তা নেই দিল্লির। শুরুতে পৃথ্বী শ যেভাবে উপহার দিয়ে চলেছেন একের পর এক অনবদ্য ইনিংস তাতে অনেকটাই স্বস্তিতে এখন দিল্লি ক্যাপিটালস। যদিও ভালো শুরু পেলেও তেমনভাবে বড় রান করতে পারেননি শিখর ধাওয়ান। কিন্তু তার এই ব্যর্থতা অনেকটাই ঢেকে দিয়েছেন শ্রেয়াস আইয়ার, মার্কাস স্টইনিস এবং রিষভ পান্থ। গত ম্যাচে বড় রান পেয়েছেন সিমরন হেটমায়ারও।ফলতো মিডিল অর্ডার নিয়ে চিন্তা অনেকটাই কমেছে দিল্লির।
অন্যদিকে বোলিংয়ে তারা যে আইপিএলে অন্যতম শক্তিশালী তথা সম্ভবত সবচেয়ে শক্তিশালী দল এ নিয়ে কোন সন্দেহ নেই। জোরে বোলিংয়ে নোকিয়া-রাবাডার যুগলবন্দী এবং স্পিন বিভাগে অশ্বিন-প্যাটেলের জুটি যেভাবে ম্যাচের পর ম্যাচে লড়াইয়ে ফিরিয়ে এনেছে তাদের তা অনবদ্য। স্পিন বিভাগের এই অভিজ্ঞতায় সম্ভবত বোলিংয়ের ক্ষেত্রে মুম্বাই ইন্ডিয়ানসের থেকেও এককাঠি এগিয়ে রাখবে তাদের। অশ্বিনের মতো অভিজ্ঞ এবং শক্তিশালী বোলারকে খেলতে আজ কোন রণনীতি নেন রোহিত শর্মা সেটাই এখন দেখার।
আরও পড়ুনঃ রোলার কোস্টার ম্যাচে ‘কাবিলে তারিফ’ জয় কলকাতার, নারিনের নাগপাশে বদ্ধ পাঞ্জাব
অন্যদিকে পরপর জয় তুলে নিয়ে মুম্বাইয়ের মনোবলও এখন তুঙ্গে। গুরুত্বপূর্ণ রান পেয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান কুইন্টন ডিকক।অপরপ্রান্তে রোহিত শর্মা যেভাবে একের পর এক অর্ধশতরানের ইনিংস উপহার দিয়ে চলেছেন তাতে মনেই হয় না ছয় মাসের লকডাউন আদৌ তার ব্যাটিংয়ে কোনো প্রভাব ফেলেছে। মিডল অর্ডারের ক্ষেত্রে সূর্য কুমার যাদব, ঈশান কিশান, কিরণ পোলার্ড, হার্দিক পান্ডে, ক্রুনাল পান্ডে রানের মধ্যে আছেন সকলেই। সবচেয়ে বড় কথা প্রতিদিনের ম্যাচে নতুন নতুন নায়ক খুঁজে পাচ্ছে মুম্বাই। আর এর ফলেই তাদের শক্তি আরও কয়েকগুণ বেড়ে গেছে।
বোলিংয়ের ক্ষেত্রে প্রথম পর্বে বুমরাহকে কিছুটা শেকি মনে হলেও গত ম্যাচে পরপর তিন উইকেট তুলে নিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন বুমরাহ এখনও শেষ হয়ে যায়নি। অন্যপ্রান্তে ট্রেন্ট বোল্ট এবং প্যাটিনসন যেভাবে একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিচ্ছেন তাতে কাজ অনেকটাই সহজ হয়ে গেছে মুম্বাইয়ের পক্ষে। স্পিন বিভাগে অভিজ্ঞতার কিছুটা অভাব থাকলেও লড়াকু রাহুল চাহার এবং ক্রুনাল পান্ডেরা সীমাবদ্ধতার কথা মাথায় রেখে যেভাবে নিজেদের অস্ত্রকে কাজে লাগাচ্ছেন তা সত্যিই অনবদ্য। নিজেদের দিনে যে কেউ একা হাতে ম্যাচ জিতিয়ে দিতে পারে মুম্বাইকে।
আজকের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে কাউকেই সেভাবে এগিয়ে রাখা যাবে না। খাতায়-কলমে দুটো দলই সমান শক্তিশালী। তাই আজ আবুধাবির ময়দানে যে দল নিজের সেরা খেলাটি বের করে আনতে পারবে জয় ছিনিয়ে নেবে তারাই।
মুম্বাই ইন্ডিয়ান্স (সম্ভাব্য দল) : রোহিত শর্মা (অধিনায়ক),কুইন্টন ডি কক (উইকেট কিপার),সূর্য কুমার যাদব, ঈশান কিশান, হার্দিক পান্ডে,কুনাল পান্ডে, কিরণ পোলার্ড, ট্রেন্ট বোল্ট, জেমস প্যাটিনসন,রহুল চাহার, যশপ্রীত বুমরাহ।
দিল্লি ক্যাপিটালস (সম্ভাব্য দল) : শিখর ধাওয়ান, পৃথ্বী শ, সিমরন হেটমায়ার, শ্রেয়াস আইয়ার(অধিনায়ক),রিষভ পন্থ (উইকেট কিপার),মার্কাস স্টয়নিস, রবিচন্দন অশ্বিন, আক্সার প্যাটেল ,কাগিসো রাবাডা, অনরিখ নকিয়া,হর্শল প্যাটেল।