30 C
Kolkata
Saturday, June 10, 2023
More

    ম্যাচের আগেই বড় ধাক্কা দিল্লিতে, রাজস্থানের মরুঝড় সামলাতে পারবেন কি আইয়ার?

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইপিএলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে আজ মাঠে নামতে চলেছে দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়েলস। নিজেদের গত ম্যাচে অসাধারণ জয় তুলে নিয়েছে রাজস্থান। রিয়ান পরাগ এবং রাহুল তেওয়াটিয়ার ব্যাটিং ঝড়ে মরা ম্যাচ জিতে নিয়েছে তারা। তবে আজ খেলা দুবাইয়ের মাঠে, শুধু বিধ্বংসী মেজাজ নয় যথেষ্ট বুদ্ধিমত্তাও দরকার এই মাঠে জয় তুলে নিতে।

    গত ম্যাচে চেন্নাই এবং হায়দ্রাবাদকে এই মাঠে খেলতে দেখে মনে হয় ম্যাচ উইনিং স্কোর হতে পারে ১৬৫-১৭০রান। সেক্ষেত্রে শুরুটা একটু যদি দেখে খেলতে পারেন স্টিভ স্মিথ,জশ বাটলার, সঞ্জু স্যামসন এবং বেন স্টোকসরা। তাহলে সম্ভাব্য চতুর্থ জয় তুলে নিতে পারে রাজস্থান। তবে বেন স্টোকসকে ওপেনিংয়ে পাঠানো নিয়ে সহমত হতে পারছেন না অনেক ক্রিকেট বিশেষজ্ঞই। তাদের মতে বেন স্টোকস একজন ভালো ফিনিশার। তাকে ম্যাচ শেষ করার কাজ দেওয়া উচিত। অপরপক্ষে ওপেনিংয়ে পাঠানো যেতে পারে রবি উথাপ্পাকে। যেহেতু ওপেনিংয়েই তিনি একটু সময় নিয়ে খেলার সুযোগ পাবেন।

    বোলিংয়ের ক্ষেত্রে জোফরা আর্চার থাকলেও দুবাইয়ের উইকেটে পেস বোলিংয়ের থেকে স্পিনারদের ক্ষেত্রে সহায়তা অনেক বেশি সেক্ষেত্রে নতুন কি রণনীতি নেন স্টিভ স্মিথ সেটাই এখন দেখার।

    আরও পড়ুনঃ দক্ষিণী ডার্বিতে জয় ছিনিয়ে নিলেন ক্যাপ্টেন কুল,২০ রানে হার হায়দ্রাবাদের

    অন্যদিকে রিষভ পান্থকে হারানোর পর ভারসাম্য নিয়ে অনেকটা সমস্যা দেখা দিয়েছে দিল্লিতে। পরিবর্ত প্লেয়ার হিসেবে অ্যালেক্স ক্যারিকে খেলানোর জন্য দলে থাকবেন না সিমরান হেটমায়ার। গত ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে বড় রান পেয়ে একাই যিনি জিতিয়েছিলেন দিল্লিকে। যদিও কতদিন রান পেয়েছেন শিখর ধাওয়ান এবং ক্রীজের সমস্ত পাশে যেভাবে শর্ট খেলেছেন তিনি তা অনেকটাই আশা জাগিয়েছে। তবে পৃথ্বী শ মূলত হাই ব্যাকলিফট খেলোয়াড় হওয়ার জন্য স্পিনের বিরুদ্ধে চেনা একটা অসুবিধা থেকেই গেছে।

    মিডিল অ্যালেক্স ক্যারির আবির্ভাব যে সুযোগ দিয়েছে রাহানেকে তাতার কাজে লাগানো উচিত। বিশেষ করে দুবাইয়ের উইকেটে বড় মাঠের সুযোগকে কাজে লাগিয়ে হয়তো অনেকটাই সুবিধা পেতে পারেন রাহানে। এছাড়া অধিনায়ক শ্রেয়াস আইয়ারও ভালো ফর্মে রয়েছেন। বোলিংয়ের ক্ষেত্রে অবশ্যই দিল্লির শক্তি রাজস্থানের তুলনায় অনেকটাই বেশি। অশ্বিন যেভাবে বুদ্ধিমত্তার সঙ্গে গতদিন ব্যাটসম্যানদের ফোর্স করেছেন তার দিকে এগিয়ে আসতে তাই উইকেট এনে দিয়েছে। অন্যদিকে ডেথ ওভারে লাভ রাবাডা লা জবাব। সঙ্গে রয়েছেন নোকিয়াও। কার্যত তার স্লোয়ার বাউন্সার খুবই কার্যকরী মনে হয়েছে গত ম্যাচেও।

    যদিও দিল্লির বিরুদ্ধে গত ম্যাচে তেমন ভালো খেলতে পারেনি রাজস্থান। অন্যদিকে সফলতা পেয়েছিলেন রবি অশ্বিন,রাবাডারা। তাই আজকের ম্যাচ দেখার সময় আপনি অবশ্যই নজর রাখতে পারেন রাহুল তেওয়াটিয়া, বেন স্টোকস,মার্কাস স্টয়নিস, কগিসো রাবাডা, রবীচন্দ্রন অশ্বিন এবং নোকিয়ার দিকে।

    দিল্লি ক্যাপিটালস (সম্ভাব্য দল) : শিখর ধাওয়ান, পৃথ্বী শ, অজিঙ্কা রাহানে , শ্রেয়াস আইয়ার(অধিনায়ক),অ্যালেক্স ক্যারি (উইকেট কিপার),মার্কাস স্টয়নিস, রবিচন্দন অশ্বিন, আক্সার প্যাটেল ,কাগিসো রাবাডা, অনরিখ নকিয়া,হর্শল প্যাটেল।

    রাজস্থান রয়্যালস (সম্ভাব্য দল) : স্টিভ স্মিথ অধিনায়ক, জস বাটলার (উইকেট কিপার),সঞ্জু স্যামসন,রবি উথাপ্পা,রিয়ান পরাগ রাহুল তেওয়াটিয়া, বেন স্টোকস ,শ্রেয়স গোপাল,জোফরা আর্চার,অঙ্কিত রাজপুত,কার্তিক তিয়াগী।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...