দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ শারজার ব্যাটিং প্যারাডাইসে আজ মুখোমুখি হতে চলেছে কিংস ইলেভেন পাঞ্জাব এবং রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। একদিকে যখন পাঁচটি ম্যাচ জিতে নিয়ে আত্মবিশ্বাসে ফুটছে কোহলির দল অন্যদিকে লিভ টেবিলের একদম শেষে ধুঁকছে কিংস ইলেভেন পাঞ্জাব। রাহুল মায়াঙ্কের দুর্দান্ত ব্যাটিং সত্বেও সাতটি ম্যাচ খেলে কিংস ইলেভেন এর সংগ্রহ মাত্র দু পয়েন্ট। তবে ভাগ্যও এবছরে সঙ্গ দেয়নি তাদের। কাছে এসেও অনেক ম্যাচে জয়ের মুখ দেখতে পারেনি পাঞ্জাব।
আজ কিংস ইলেভেন এর জন্য বড় সুখবর হল অষ্টম ম্যাচে দলে ফিরছেন গেইল। তাই শারজায় গেইল ঝড় দেখার আশায় রয়েছেন সকলেই। রাহুল, মায়াঙ্ক, নিকোলাস পুরানের সাথে ক্রিস গেইল দলে যোগ দিলে ব্যাটিং নিয়ে চিন্তা অবশ্যই অনেকটা কমবে কে এল রাহুলের। তবে পুরনো দিনের ফ্রম কতটা ফিরিয়ে আনতে পারেন ইউনিভার্স বস সেটাই এখন দেখার।
অন্যদিকে বোলিংয়েও চিন্তা করতে হবে পাঞ্জাবকে। শেলডন কর্টেল, শামির মত বলার থাকা সত্ত্বেও তাদেরকে সঠিকভাবে ব্যবহার করতে পারেনি অধিনায়ক রাহুল। ছোটো মাঠে আজ অবশ্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে লেগস্পিনার রবি বিশনোইয়ের ওভারগুলি। তবে শারজায় পিচের গতি কমে গেছে অনেকটাই। প্রথমদিকে যতটা বড় রান দেখা যাচ্ছিল ততটা আর দেখা যাচ্ছে না।
আরও পড়ুনঃ শিখর শ্রেয়াসের দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে দুবাইয়ে দাপুটে জয় দিল্লির
অন্যদিকে দল নিয়ে আজ আত্মবিশ্বাসী থাকবেন অধিনায়ক বিরাট কোহলি। নিজের ব্যাটিং ফর্ম তো ফিরেছেই সঙ্গী দেবদূত পাডিক্কল এবং এবি ডি ভিলিয়ার্স রয়েছেন ভাল ফর্মে।গতদিন কেকেআরের বিরুদ্ধে যেভাবে একা হাতে ম্যাচ বের করেন তিনি তা সত্যিই অনবদ্য। আত্মবিশ্বাসী হাতে একের পর এক বড় শট অবলীলায় ফেলেছেন তিনি। তাই আজও শারজায় ডিভিলিয়ার্স ঝড় দেখার জন্য মুখিয়ে আছে ক্রিকেটপ্রেমীরা। কপিবুক শটে প্রয়োজনের অতিরিক্ত রিস্ক না নিয়ে যেভাবে বড় রান করতে পারেন কোহলি আজকে ডিভিলিয়ার্সের সেরকম একটি পার্টনারশিপ গড়ে উঠলে মুশকিল হবে কিংস ইলেভেন পাঞ্জাবের পক্ষে।
বোলিংয়ের ক্ষেত্রে ক্রিস মরিস আসার পর থেকে যথেষ্ট সহায়তা পাচ্ছেন সাইনি তার ওপর চাপও কমেছে। অন্যদিকে ইসুরু উদানা যেভাবে কার্যকরী স্লোয়ার এবং ইয়র্কার ব্যবহার করছেন বুদ্ধিমত্তার সঙ্গে তা সত্যিই অনবদ্য। আর স্পিন বিভাগে চালাক চাহাল তো আছেনই। তাই শারজায় রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কিছুটা এগিয়ে থাকলেও গেইল ঝড় উঠলে যে কোন দল যে উড়ে যেতে পারে তা বলাই বাহুল্য।
কিংস ইলেভেন পাঞ্জাব (সম্ভাব্য দল):কে এল রাহুল (অধিনায়ক এবং উইকেট কিপার),মায়াঙ্ক আগারওয়াল, নিকোলাস পুরান,গ্লেন ম্যাক্সওয়েল/ক্রিস গেইল ,ক্রিস জর্ডন, সরফরাজ খান,মুরুগান অশ্বিন, রবি বিশনোই, শেলডন কর্টেল,মহম্মদ শামি।
রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (সম্ভাব্য দল): দেবদূত পাডিকাল , অ্যারন ফিঞ্চ,বিরাট কোহলি (অধিনায়ক), এ.বি ডিভিলিয়ার্স,গুরক্রীত সিংহ মান, ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, ইসরু উদানা , নবদীপ সাইনি,ক্রিস মরিস , যুবেন্দ্র চাহাল।