দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: পশ্চিমবঙ্গের কোভিড সংক্রমণে মৃতের তালিকায় যুক্ত হলেন আরও এক খ্যাতনামা বিশিষ্টজন। বর্ষীয়ান ক্রীড়াসাংবাদিক ও সাহিত্যিক কিশোর ভিমানি আজ প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
যে কোনও রকম খেলাধুলোর প্রতি অসাধারণ জ্ঞান এবং আগ্রহের কারণে ভারতীয় ক্রীড়া সাংবাদিকতার দুনিয়ায় সর্বকালীন উজ্জ্বলতমদের অন্যতম ছিলেন কলকাতার বাসিন্দা ভিমানি। ইংরেজি দৈনিক ‘দ্য স্টেসম্যান’ পত্রিকার সঙ্গে তিনি দীর্ঘদিন কর্মসূত্রে যুক্ত ছিলেন।
শুধু ক্রীড়া সাংবাদিকতাই নয়, ঔপন্যাসিক হিসেবেও কিশোর ভিমানি পাঠকদের সমাদর কুড়িয়েছেন। তাঁর শেষ প্রকাশিত উপন্যাস ‘দ্য অ্যাক্সিডেন্টাল গডম্যান’ সমালোচকদের সমীহ আদায় করেছিল।
ভারতীয় তথা আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বে দীর্ঘ কাল সম্ভ্রমের সঙ্গে উচ্চারিত হয়েছে কিশোর ভিমানির নাম। বাইশ গজের একাধিক তারকার সঙ্গে তাঁর ছিল ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক। প্রয়াত আইসিসি সভাপতি জগমোহন ডালমিয়ার সঙ্গে তাঁর দীর্ঘ যোগাযোগ ছিল। বৃহস্পতিবার কিশোর ভিমানির মৃত্যুসংবাদ প্রকাশিত হলে শোকের ছায়া নেমেছে ক্রীড়া জগতে।
কিশোর ভিমানির প্রয়াণে টুইটারে নিজস্ব হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তিনি লিখেছেন, ‘বিদায় কিশোর ভিমানি। ক্রিকেট সাংবাদিক ও কলকাতাপ্রেমী।’
উল্লেখ্য, গত একমাস যাবৎ তিনি কলকাতার উডল্যান্ডস হাসপাতালে করোনা সংক্রমণ জনিত কারণে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তাঁর পরিবারে স্ত্রী রীতা ভিমানি ও ছেলে গৌতম ভিমানি রয়েছেন।