দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ কাল আইপিএলে পাঞ্জাব-ব্যাঙ্গালোর ম্যাচে মরশুমে প্রথমবার মাঠে নামানো হয় ক্রিস গেইলকে। প্রথম অর্ধে রাহুল-আগরওয়ালের জুটি ভালো রান পাওয়ায় ডাগআউটে বসেই সময় কাটাতে হয়েছিল ইউনিভার্স বসকে। কিন্তু পরপর ম্যাচ হারায় পাঞ্জাবের উপর চাপ বাড়ছে গেইলকে খেলানো নিয়ে।গেইলকে বসিয়ে রেখে বারবার ব্যর্থ হবার পরেও ম্যাক্সওয়েলকে যেভাবে ব্যাক করছিল পাঞ্জাব শিবির তা নিয়ে প্রশ্ন তুলছিলেন সমালোচকরাও। শেষমেষ কালকের ম্যাচে গেইলকে মাঠে নামান অধিনায়ক রাহুল। তবে ওপেনিংয়ের সুযোগ পাননি এই ক্যারিবিয়ান তারকা।
আরও পড়ুনঃ শারজায় রাহুলের সাথে গেইল ঝড়, ৮ উইকেটে ম্যাচ হারলেন কিং কোহলি
রাহুল-আগরওয়ালের বিধ্বংসী জুটির কারণেই তাকে আসতে হয় তিন নম্বরে।কিন্তু কাল নিজেকে প্রমাণ করার জন্য মরিয়া ছিলেন ইউনিভার্স বস।প্রথমে কিছুটা সময় নিলেও মহম্মদ সিরাজ এবং ওয়াশিংটন সুন্দর আক্রমণে ফিরতেই স্বমহিমায় দেখা যায় এই ক্যারিবিয়ান তারকাকে। মাত্র ৩৮ বলে ৫টি ক্রিস গেইলীয় ছয় ও ১ টি চারের সাহায্যে নিজের অর্ধশতক পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৫৩ রানে রান আউট হলেও পাঞ্জাবের জয় অনেকটাই নিশ্চিত করে দেন ক্রিস।
এর আগেও বারবার তিনি প্রমাণ দিয়েছেন নিজের অসাধারণ ক্ষমতার। যখনই তাকে বাইরে বসানো হয়েছে আক্রমণাত্মক মেজাজে ব্যাট দিয়ে তার জবাব দিয়েছেন তিনি।
কাল গেইলের অসামান্য ইনিংস দেখে প্রশংসায় পঞ্চমুখ লিটল মাস্টার শচীনও।ম্যাচের পর নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে তিনি লেখেন
“ক্রিস্টোফার হেনরি গেইলকে মাঠে ফিরে অসাধারণ ৫৩ রানের ইনিংস খেলতে দেখে আমি মুগ্ধ। একইসঙ্গে এ কথা ভেবে অবাক লাগছে কেন এতদিন তাকে মাঠের বাইরে বসে রেখেছিল পাঞ্জাব শিবির”
পাঞ্জাবি এই নির্ণয়ের উপর আগেও বহু সমালোচনা হয়েছে সমালোচনা করেছেন অজয় জাদেজা,বীরেন্দ্র সেওয়াগের মতো ভারতীয় ক্রিকেট তারকারা। এবার সেই দলে যোগ দিলেন ক্রিকেটের ভগবান শচীন টেন্ডুলকারও।