29 C
Kolkata
Sunday, June 11, 2023
More

    গেইলকে এতদিন ডাগআউটে বসিয়ে রাখায় অবাক ক্রিকেটের ভগবান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ কাল আইপিএলে পাঞ্জাব-ব্যাঙ্গালোর ম্যাচে মরশুমে প্রথমবার মাঠে নামানো হয় ক্রিস গেইলকে। প্রথম অর্ধে রাহুল-আগরওয়ালের জুটি ভালো রান পাওয়ায় ডাগআউটে বসেই সময় কাটাতে হয়েছিল ইউনিভার্স বসকে। কিন্তু পরপর ম্যাচ হারায় পাঞ্জাবের উপর চাপ বাড়ছে গেইলকে খেলানো নিয়ে।গেইলকে বসিয়ে রেখে বারবার ব্যর্থ হবার পরেও ম্যাক্সওয়েলকে যেভাবে ব্যাক করছিল পাঞ্জাব শিবির তা নিয়ে প্রশ্ন তুলছিলেন সমালোচকরাও। শেষমেষ কালকের ম্যাচে গেইলকে মাঠে নামান অধিনায়ক রাহুল। তবে ওপেনিংয়ের সুযোগ পাননি এই ক্যারিবিয়ান তারকা।

    আরও পড়ুনঃ শারজায় রাহুলের সাথে গেইল ঝড়, ৮ উইকেটে ম্যাচ হারলেন কিং কোহলি

    রাহুল-আগরওয়ালের বিধ্বংসী জুটির কারণেই তাকে আসতে হয় তিন নম্বরে।কিন্তু কাল নিজেকে প্রমাণ করার জন্য মরিয়া ছিলেন ইউনিভার্স বস।প্রথমে কিছুটা সময় নিলেও মহম্মদ সিরাজ এবং ওয়াশিংটন সুন্দর আক্রমণে ফিরতেই স্বমহিমায় দেখা যায় এই ক্যারিবিয়ান তারকাকে। মাত্র ৩৮ বলে ৫টি ক্রিস গেইলীয় ছয় ও ১ টি চারের সাহায্যে নিজের অর্ধশতক পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৫৩ রানে রান আউট হলেও পাঞ্জাবের জয় অনেকটাই নিশ্চিত করে দেন ক্রিস।

    এর আগেও বারবার তিনি প্রমাণ দিয়েছেন নিজের অসাধারণ ক্ষমতার। যখনই তাকে বাইরে বসানো হয়েছে আক্রমণাত্মক মেজাজে ব্যাট দিয়ে তার জবাব দিয়েছেন তিনি।

    কাল গেইলের অসামান্য ইনিংস দেখে প্রশংসায় পঞ্চমুখ লিটল মাস্টার শচীনও।ম্যাচের পর নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে তিনি লেখেন
    “ক্রিস্টোফার হেনরি গেইলকে মাঠে ফিরে অসাধারণ ৫৩ রানের ইনিংস খেলতে দেখে আমি মুগ্ধ। একইসঙ্গে এ কথা ভেবে অবাক লাগছে কেন এতদিন তাকে মাঠের বাইরে বসে রেখেছিল পাঞ্জাব শিবির”

    পাঞ্জাবি এই নির্ণয়ের উপর আগেও বহু সমালোচনা হয়েছে সমালোচনা করেছেন অজয় জাদেজা,বীরেন্দ্র সেওয়াগের মতো ভারতীয় ক্রিকেট তারকারা। এবার সেই দলে যোগ দিলেন ক্রিকেটের ভগবান শচীন টেন্ডুলকারও।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...