দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ এবারের আইপিএলে দীনেশ কার্তিকের অধিনায়কত্ব নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছিলেন বিভিন্ন ক্রিকেট বিশেষজ্ঞ। বীরেন্দ্র সেওয়াগ, অজয় জাদেজা, হর্ষ ভোগলের মত ক্রিকেট বিশেষজ্ঞরা খুশি হতে পারেননি কলকাতা দল সংক্রান্ত দীনেশ কার্তিকের একাধিক সিদ্ধান্তে।বিষয়টি যে দীনেশ কার্তিকের মধ্যেও কাজ করছিল তা সামনে এলো শুক্রবার দুপুরে। এতদিন ধরে জল্পনা চলছিল দীনেশ কার্তিকের বদলে অধিনায়কত্ব দেওয়া হোক ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যানকে। এবার সেই জল্পনাতেই সীলমোহর পরল কেকেআর তরফের।
শুক্রবার মুম্বাই ইন্ডিয়ান্সেরর সঙ্গে কঠিন ম্যাচের আগেই মর্গ্যানের হাতি অধিনায়কত্বের ব্যাটন তুলে দিলেন অধিনায়ক দীনেশ কার্তিক নিজেই।
আরও পড়ুনঃ কলকাতা না মুম্বাই আবুধাবির দাঁড়িপাল্লায় পাল্লা ভারী কার!
শুক্রবার দুপুরে দলের সিইও ভেঙ্কি মাইসোর বিবৃতি দিয়ে জানান, “ডিকে-র সিদ্ধান্তটা আমাদের কাছে অপ্রত্যাশিতই ছিল। ও যে এমন একটা সিদ্ধান্ত নেবে, নেতৃত্বের দায়িত্ব দেবে ২০১৯-এ বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের অধিনায়ক মর্গ্যানকে, তা আমরা ভাবতেই পারিনি। তবে দলের মধ্যে এমন বাতাবরণ দেখে আমার খুবই ভাল লাগছে। আশা করি আগামী দিনগুলিতে ডিকে ও মর্গ্যান কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে”।
মাইসোর এই কথা বললেও শিবিরের খবর, কার্তিককে নেতৃত্ব ছাড়ার নির্দেশ দিয়েছেন দলের কর্তারা। রাহুল ত্রিপাঠী, আন্দ্রে রাসেল সম্পর্কিত বেশ কিছু সিদ্ধান্ত কলকাতা শিবির কর্তাদের যে খুশি করতে পারেনি এ নিয়ে কোন সন্দেহ নেই।শুধুমাত্র খারাপ অধিনায়কত্বের জন্যই একাধিকবার হারের মুখে পড়তে হয়েছে দলকে। তাই দীনেশ কার্তিকের ওপর চাপ যে বাড়ছিল এ নিয়ে কোন সন্দেহ নেই।
আইপিএলে এই ঘটনা মোটেই প্রথমবার নয়,খারাপ ফলাফলের জেরে এর আগেও দিল্লি ক্যাপিটালসের দায়িত্ব ছাড়তে হয়েছিল আইপিএল জয়ী অধিনায়ক গৌতম গম্ভীরকে। একাধিকবার দলের অধিনায়ক বদন করেছে কিংস ইলেভেন পাঞ্জাবও। তাই এই ঘটনা পরবর্তী ক্ষেত্রে কতটা প্রভাব ফেলে সেটাই এখন দেখার।