দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃকলকাতা নাইট রাইডার্স অধিনায়ক দীনেশ কার্তিকের অধিনায়কত্ব নিয়ে আবার একবার তোপ দাগলেন বীরেন্দ্র সেওয়াগ। আবুধাবির ময়দানে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আজ মাঠে নামছে কলকাতা। কিন্তু কলকাতার লাইনআপ নিয়ে বারবার পরীক্ষা-নিরীক্ষা সমালোচনায় মুখর করেছে অনেক ক্রিকেট বিশেষজ্ঞকেই।


আর মুলতান সুলতান তো চিরকালই পরিচিত সোজাসাপ্টা কথা বলার জন্য। আজও তাই দীনেশ কার্তিককে নিয়ে চাঁচা ছোলা সমালোচনা করতে দ্বিধা করেননি বীরু।নিজের ফেসবুক পেজে হালকা চালে খেলা সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলেন “কলকাতাকে দল ঠিক করতে হবে সবকিছু টাইট করতে হবে। রাহুল ত্রিপাঠীকে নিয়ে মিউজিক্যাল চেয়ার খেলা বন্ধ করতে হবে। ও একজন প্রমাণিত ওপেনার। তার জায়গায় টম ব্যান্টেনকে খেলানোর কোন মানে হয় না”
আরও পড়ুনঃ কলকাতা না মুম্বাই আবুধাবির দাঁড়িপাল্লায় পাল্লা ভারী কার!
কলকাতা-মুম্বাই ম্যাচের প্রেডিকশন করতে গিয়েও মুম্বাইকেই কি রেখেছেন প্রাক্তন এই ভারতীয় ওপেনার। একইসঙ্গে রাসেলের ফর্ম নিয়েও হাস্যরসাত্মক মেজাজে তিনি মন্তব্য করেন “রাসেলের অবস্থা অনেকটা অ্যানিভার্সারি ভুলে যাওয়া স্বামীর মত, যিনি পরে ভাল গিফট স্ত্রীকে মান ভাঙান। রাসেলও যেন ব্যাটিং করতে ভুলে গেছে, তাই ভালো বোলিং করে দিনেশ কার্তিকের মান ভাঙাচ্ছে।” একইসঙ্গে এ দিন ম্যাচে সুনীল নারিনের পরিবর্তে লকি ফার্গুসনকে খেলানোর পরামর্শ দেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর গত ম্যাচে সুনীল নারিনকে দলে রাখতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। সেই সমস্যা মেটাতে ই দলে একজন অতিরিক্ত পেস বোলারকে রাখার পরামর্শ দিলেন সেওয়াগ।