দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইপিএলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে আবুধাবিতে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নাইট ক্যাপ্টেন ইয়ন মর্গ্যান। কিন্তু আজ শুরুটা মোটেই ভালো হয়নি নাইটদের জন্য। তৃতীয় ওভারেই ফর্মে থাকা রাহুল ত্রিপাঠীকে ফিরিয়ে দেন বোল্ট। ব্যার্থ হন নীতিশ রানা এবং কার্তিকও। সময় নিয়ে একদিক ধরে রেখে ব্যাটিং শুরু করলেও ২১ রানে রাহুল চাহারের বলে আউট হয়ে ফিরে যান শুভমান গিলও।
গত ম্যাচের মতো এই ম্যাচেও মাত্র ১২ রানেই রাসেলকে ফিরিয়ে দেন বুমরাহ। শেষপর্যন্ত হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক ইয়ন মর্গ্যান এবং প্যাট কামিন্স।মাত্র ৩৬ বলে ৫টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৫৩ রানের জরুরী ইনিংস উপহার দেন কামিন্স। ২৯ বলে ২টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৩৯ রান করেন মর্গ্যান। মূলত তাদের এই প্রয়োজনীয় পার্টনারশিপের দৌলতেই নির্ধারিত কুড়ি ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৮ রানের সম্মানজনক স্কোর খাড়া করে কলকাতা। মুম্বাইয়ের হয়ে নির্ধারিত ৪ ওভারে ১৮ রান দিয়ে সর্বোচ্চ ২ টি উইকেট তুলে নেন রহুল চাহার।
আরও পড়ুনঃ গেইলকে এতদিন ডাগআউটে বসিয়ে রাখায় অবাক ক্রিকেটের ভগবান
মুম্বাইয়ের বিরুদ্ধে মাঠে নেমে এই স্কোর যে মোটেই যথেষ্ট ছিলনা জবাবে ব্যাটিং শুরু করেই সেকথা বুঝিয়ে দেন রোহিত-ডিকক।মাত্র ৬ ওভারেই ৫১ রানের পার্টনারশিপ গড়ে তোলেন তারা। একপ্রান্তে রোহিত একটু সময় নিলেও অন্যপ্রান্তে ডিকক ছিলেন একইরকম বিধ্বংসী। ২০৭.৬৯ স্ট্রাইকরেটে মাত্র ২৬ বলে ৮টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৫৪ রানের মারমুখী ইনিংস উপহার দেন তিনি।
কিন্তু এক সময় নিলেও তেমনভাবে ছন্দে ফিরতে পারেননি রোহিত। ৩৬ বলে ৫ টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৩৫ রানের ইনিংস খেলে মাভির বলে কার্তিকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। দ্বিতীয় উইকেটের পতন হতেও বেশি সময় লাগেনি আজ। মাত্র ১০ রানে বরুণ চক্রবর্তী’র বলে ফিরতে হয় সূর্য কুমার কে। তবুও অন্য প্রান্তে আজ ধৈর্য হারানি ডিকক। ১৫ তম ওভারে মাভির বলে পরপর দুটি বড় শট নিয়ে মুম্বাইকে জয়ের আরও কাছাকাছি পৌঁছে দেন তিনি। যোগ্য সঙ্গ দিয়ে কামিন্সের ওভারে প্রহার শুরু করেন হার্দিক পান্ডেও।
শেষ অবধি কুইন্টন ডি ককের অপরাজিত ৭৮ এবং হার্দিক পান্ডের অপরাজিত ২১ রানের ক্যামিওর দৌলতে কলকাতার বিরুদ্ধে ১৯ বল বাকি থাকতেই সহজ জয় তুলে নেয় মুম্বাই। এই জয়ের ফলে আবারও লিগ টেবিলের শীর্ষে উঠে এলো তারা।