34 C
Kolkata
Thursday, September 28, 2023
More

    আর্চারের তীর সামলাতে পারবেন কি কিং কোহলি

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইপিএলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুবাইয়ের ময়দানে ডাবল হেডারের প্রথম পর্বে মুখোমুখি হতে চলেছে ব্যাঙ্গালোর এবং রাজস্থান। নিজেদের গত ম্যাচে পরাস্ত হয়েছে দুই দলই। তবে ব্যাঙ্গালোরের তুলনায় রাজস্থানের অবস্থা আরো সঙ্গীন। গত ম্যাচে শুধু হারের শিকারই হয়নি রাজস্থান রয়েলস অধিনায়কত্বের ছক নিয়েও উঠছে নানান প্রশ্ন। বেন স্টোকসের মত ফিনিশারকে ওপেন করতে পাঠানো এবং উথাপ্পার মত প্রমাণিত ওপেনারকে পাঁচ নম্বরে ব্যাট করতে পাঠানো নিয়ে সহমত হতে পারছেন না অনেক ক্রিকেট বিশ্লেষকই।

    অন্যদিকে জস বাটলার শুরুটা ভালো পেলেও বেশিরভাগ ম্যাচেই নামের প্রতি সুবিচার করতে পারছেন না। অধিনায়ক স্টিভ স্মিথ এবং সঞ্জু স্যামসন মরশুমের শুরুতে কয়েকটি ম্যাচে ভালো প্রদর্শন করলেও গত কয়েকটি ম্যাচ ধরেই রীতিমতো ব্যর্থ। এক্ষেত্রে চাপ এসে পড়েছে তরুণ রিয়ান পরাগ এবং ম্যাজিক ম্যান রাহুল তেওয়াটিয়া উপর। বিরূপ পরিস্থিতি থেকে বারবার সমস্ত ম্যাচ ফিনিশ করা কখনোই সম্ভব নয় এই দুই তরুণের পক্ষে। সেক্ষেত্রে বেন স্টোকসের মতো অভিজ্ঞ একজন ফিনিশারকে পাশে পেলে অনেকটাই শক্তি ফিরে পাবে রাজস্থান।

    বোলিংয়ের ক্ষেত্রেও রাজস্থান রয়্যালস বড্ড বেশিরকম জোফরা আর্চার নির্ভর হয়ে পড়েছে। শ্রেয়াস গোপাল এবং রাহুল বেশকিছু প্রয়োজনীয় উইকেট তুলে নিলেও একা হাতে ম্যাচের অভিমুখ বদলে দেবার ক্ষমতা যে তাদের নেই একথা স্বীকার করতেই হয়। জয়দেব উনাদকটও তেমনভাবে নামের প্রতি সুবিচার করতে পারেননি তবে দুবাইয়ের স্লো পিচে তার স্পেলটি যে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এতে কোন সন্দেহ নেই।

    আরও পড়ুনঃ আবুধাবিতে ‘সুপারম্যান’ ডিকক, ৮ উইকেটে হার মানল ‘নাইট’ বাহিনী

    অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কথা বলতে গেলে কোহলির অধিনায়কত্ব নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে সেখানেও। বিশেষ করে গত ম্যাচে এবি ডিভিলিয়ার্সকে শেষের দিকে ব্যাট করতে পাঠানো নিয়ে সহমত হতে পারেননি অনেকেই। অ্যারন ফিঞ্চ শুরু থেকে রান পেলেও একা হাতে একটি ম্যাচের অভিমুখও এখনো বদলে দিতে পারেননি। তাই তার জায়গায় মঈন আলিকে দলে আনা যায় কিনা সেটাও ভেবে দেখতে পারে ব্যাঙ্গালোর শিবির। তবে তাদের জন্য বড় সুখবর হল ফর্মে রয়েছেন কোহলি এবং ডিভিলিয়ার্স। তাছাড়া তরুণ দেবদূত যেভাবে প্রতি ম্যাচেই সুন্দর শুরু করছেন পাল্লা অনেকটাই ভারী মনে হচ্ছে ব্যাঙ্গালোর শিবিরের।

    বোলিংয়ে ক্রিস মরিস ফেরার পর চিন্তা অনেকটাই কমেছে। চাহাল, সাইনি, উদানাও যথেষ্ট যোগ্য সঙ্গত দিচ্ছেন। বিশেষত দুবাইয়ের মাঠে স্পিনাররা সহায়তা পেয়েছেন প্রথম থেকেই। তাই গত ম্যাচে ওয়াশিংটন সুন্দরের মত বোলারদের বল একটু সাধারন মনে হলেও এ ম্যাচে অনেকটাই কার্যকরী হতে পারবেন তিনি।

    তাছাড়া অবশ্যই আমাদের নজর থাকবে কোহলি-ডিভিলিয়ার্স জুটির দিকে। রাজস্থান রয়্যালসের পক্ষে ম্যাচ বদলে দিতে পারেন বেন স্টোকস, জোফরা আর্চার, জস বাটলারের মত খেলোয়াড়রা।

    রাজস্থান রয়্যালস (সম্ভাব্য দল): স্টিভ স্মিথ অধিনায়ক, জস বাটলার (উইকেট কিপার),সঞ্জু স্যামসন,রবি উথাপ্পা,রিয়ান পরাগ রাহুল তেওয়াটিয়া, বেন স্টোকস ,শ্রেয়স গোপাল,জোফরা আর্চার,জয়দেব উনাদকাট ,কার্তিক তিয়াগী।

    রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (সম্ভাব্য দল): দেবদূত পাডিকাল , অ্যারন ফিঞ্চ/মঈন আলি,বিরাট কোহলি (অধিনায়ক), এ.বি ডিভিলিয়ার্স,ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, ইসরু উদানা , নবদীপ সাইনি,ক্রিস মরিস , মহম্মদ সিরাজ,যুবেন্দ্র চাহাল।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    জানেন বিশ্ব কাঁপানো গোয়েন্দা সংস্থা কোন গুলি ? জানুন অজানা তথ্য

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কোন দেশের গোয়েন্দা সংস্থা সবচেয়ে দুর্ধর্ষ-এমন কৌতূহল অনেকের মধ্যে আছে। তবে ইন্টারনেটের বিভিন্ন...

    ১০ সেকেন্ডের টর্নেডো ! তছনছ হাবড়ার কুমড়া গ্রাম

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হাবড়ায় ১০ সেকেন্ডের সাইক্লোন। নিমেষে লণ্ডভণ্ড গোটা এলাকা। কিছু বুঝে ওঠার আগেই ঝড়ের...

    কতদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ? জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে বিগত ক’দিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে...

    ‘‌ফেলো কড়ি , পাও পঞ্চায়েতের পদ’‌ ! বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিশ আলি। পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও...

    বড় সিদ্ধান্ত মোদী সরকারের ! গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতে চলেছে ‘বার্থ সার্টিফিকেট’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার থেকে বার্থ সার্টিফিকেটই হতে চলেছে সবেচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কারণ ১ অক্টোবর থেকেই...