দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ শারজায় ডবল হেডারের দ্বিতীয় পর্বে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস। নিজেদের গত ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে দুই দলই। একদিকে দিল্লি যখন হারিয়েছে রাজস্থানকে অপরপক্ষে চেন্নাইয়ের কাছে হেরেছে হায়দ্রাবাদ।
চেন্নাই দলে মিডিল অর্ডার নিয়ে কিছু সমস্যা থাকলেও ওপেনিংয়ের সমস্যা অনেকটাই মিটেছে, গত ম্যাচেও রান স্যাম ক্যুরান এবং ওয়াটসন।ফ্যাট ডুপ্লেসিস তো যথেষ্ট ভালো ফর্মে আছেনই।অন্যদিকে রাইডু আসার পর মিডল অর্ডারের সক্ষমতা কিছুটা বেড়েছে ঠিকই, কিন্তু শারজায় জিততে হলে আরো দ্রুত গতিতে রান তুলতে হবে তাকে।লোয়ার মিডল অর্ডারে অবশ্য ভালো সাত দিচ্ছেন ধোনি এবং জাদেজা। গত ম্যাচে তারই কিছুটা ঝলক দেখা গেছে ধোনির ব্যাট থেকে। তবে দ্রুতগতিতে রান তোলার ক্ষেত্রে ড্যারেন ব্রাভোকে আগের দিকে ব্যবহার করা যায় কিনা, সেই দিকে নজর দিতে পারে চেন্নাই শিবির।
আজও জয়ের ক্ষেত্রে চেন্নাই সুপার কিংসের মূল অন্তরায় হতে চলেছে তাদের বোলিং। শুরুটা ভালো করলেও তেমন একটা ফর্মে নেই দীপক চাহার। কারণ শর্মা এবং পীযূষ চাওলার উপর তাই দায়িত্ব রয়েছে অনেকটাই। ডেথ বোলিংয়ের ক্ষেত্রে ব্রাভো এখনো তার নামের প্রতি তেমন ভাবে সুবিচার করে উঠতে পারেননি। তবে ভালো বোলিং করে আশা জাগাচ্ছেন স্যাম ক্যুরান।
আরও পড়ুনঃ আবুধাবিতে ‘সুপারম্যান’ ডিকক, ৮ উইকেটে হার মানল ‘নাইট’ বাহিনী
অপরপক্ষে দিল্লির ক্ষেত্রে বড় সমস্যা চোট-আঘাত। পান্থ বাইরে চলে যাওয়ায় দলে নিতে হয়েছে বিদেশি উইকেট কিপার অ্যালেক্স ক্যারিকে।ফলতো ভালো প্রদর্শন করা সত্ত্বেও ডাগ আউটেই সময় কাটাচ্ছেন সিমরান হেটমায়ার। তারওপর গত ম্যাচে চোট পেয়েছেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তাই এই ম্যাচে তাকে পাওয়া যাবে কিনা এ নিয়ে নিশ্চিত নয় দিল্লি শিবির। যদি পান্থ এবং শ্রেয়াস দুজনেই দলের বাইরে থাকেন তাহলে অধিনায়কত্ব যেমন সামলাতে হবে শিখর ধাওয়ানকে তেমনি জলের ভারসাম্য বিঘ্নিত হবে অনেকটাই। কারণ মিডল অর্ডারে শ্রেয়াস একজন অত্যন্ত নির্ভরযোগ্য ব্যাটসম্যান শারজার পিচে গত ম্যাচগুলিতে রানও পেয়েছেন তিনি।
তবে বোলিং নিয়ে অনেকটাই আশঙ্কামুক্ত দিল্লি শিবির। রাবাডা, নকিয়া, অশ্বিনের ত্রিফলা আক্রমণে বারংবার বিধ্বস্ত হয়েছে বিপক্ষ দল।শারজা যদিও ব্যাটিং প্যারাডাইস কিন্তু পিচের গতি এখন অনেকটাই মন্থর। তাই রাবাডা, নকিয়া এবং অশ্বিনের মতো দক্ষ বোলাররা যে সুবিধা তুলে নিতে পারবেন এ নিয়ে কোন সন্দেহ নেই।
চেন্নাই সুপার কিংস (সম্ভাব্য দল) : শ্যেন ওয়াটসন,ফ্যাফ ডুপ্লেসিস,অম্বতি রাইডু ,মহেন্দ্র সিংহ ধোনি (উইকেটকিপার ও অধিনায়ক),ড্যারেন ব্রাভো, স্যাম ক্যুরান,নারায়ন জগদীশন, শার্দুল ঠাকুর ,রবীন্দ্র জাদেজা, পীযূষ চাওলা, দীপক চাহার।
দিল্লি ক্যাপিটালস (সম্ভাব্য দল) : শিখর ধাওয়ান, পৃথ্বী শ, অজিঙ্কা রাহানে , শ্রেয়াস আইয়ার(অধিনায়ক)/সিমরান হেটমায়ার,অ্যালেক্স ক্যারি /রিষভ পান্থ(উইকেট কিপার),মার্কাস স্টয়নিস, রবিচন্দন অশ্বিন, আক্সার প্যাটেল ,কাগিসো রাবাডা, অনরিখ নকিয়া,তুষার দেশপান্ডে