দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইপিএলে ডবল হেডারের প্রথম পর্বে মুখোমুখি হয়েছিল রাজস্থান এবং ব্যাঙ্গালোর।টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক স্টিভ স্মিথ। তবে শুরুটা গত দিনের মতোই মোটেই ভালো হয় নি। সেট হয়েও ক্রিস মরিসের বলে মাত্র ১৫ রান করে ফিরে যেতে হয় স্টোকসকে।
তবে আজ ফর্মে ছিলেন উথাপ্পা। কেন ওপেনার হিসেবে তিনি এত বিখ্যাত তা আজ প্রমাণ করে দেন তিনি।মাত্র ২২ বলে ৭টি চার ও ১টি ছয়ের সাহায্যে মারমুখী ৪১ রানের ইনিংস উপহার দেন তিনি। কিন্তু অষ্টম ওভারে ম্যাচের গতিপথ বদলে দেন চাহাল। একই ওভারে পরপর সঞ্জু স্যামসান এবং উথাপ্পার উইকেট তুলে নেন তিনি।
আরও পড়ুনঃ আর্চারের তীর সামলাতে পারবেন কি কিং কোহলি
অধিনায়ক স্টিভ স্মিথ ভালো ফর্মে থাকলেও আজও ব্যর্থ জস বাটলার। ২৫ বলে ২৪ রান করে ক্রিস মরিসের শিকার হন তিনি। কিন্তু ধৈর্য হারাননি স্টিভ স্মিথ। মাত্র ৩০ বলে বলে ৫টি চার ও ১টি ছয়ের সাহায্যে মারমুখী অর্ধশত রান পূর্ণ করেন তিনি। যোগ্য সঙ্গত দেন রাহুল তেওয়াটিয়াও।
শেষ অবধি স্মিথের ৫৭ এবং রাহুলের ১৯ রানের ক্যামিওর দৌলতে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ১৭৭ রানের বড় লক্ষ্যমাত্রা খাড়া করে রাজস্থান রয়্যালস। ব্যাঙ্গালোরের হয়ে নির্ধারিত ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট তুলে নেন ক্রিস মরিস। ব্যাঙ্গালোরের পক্ষে এই রান তুলে নেওয়া দুবাইয়ের বড় মাঠে মোটেই সহজ হবে না। সেক্ষেত্রে সত্যিই বিরাটীয় ইনিংস খেলতে হবে বিরাটকে।