25 C
Kolkata
Saturday, June 10, 2023
More

    D মানে দুবাই, D মানে ডিভিলিয়ার্স, দর্প চূর্ণ রাজস্থানের এগিয়ে Virat

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইপিএলে ডবল হেডারের প্রথম পর্বে মুখোমুখি হয়েছিল রাজস্থান এবং ব্যাঙ্গালোর। টসে জিতে প্রথমে ব্যাট করে অধিনায়ক স্টিভ স্মিথের ৫৭ এবং রবি উথাপ্পার বিধ্বংসী ৪১ রানের সুবাদে ১৭৮ রানের বিশাল টার্গেট খাড়া করে রাজস্থান। জবাবে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারেই শ্রেয়াসের বলে ফিঞ্চকে হারায় ব্যাঙ্গালোর। প্রথম ধাক্কা সামলে বড় মাঠের সুযোগ কাজে লাগিয়ে পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেন অধিনায়ক কোহলি এবং পাডিক্কল। মূলত সিঙ্গেল ডাবলসের দিকে নজর দিয়ে খারাপ বলে বাউন্ডারি তুলে নিতে শুরু করেন দুজনেই। কিন্তু রানের গতি তখনও ছিল অনেকটাই মন্থর। ১২ ওভার শেষে এক উইকেট হারিয়ে মাত্র ৯২ রান তুলে নিতে পেরেছিল আরসিবি। রানরেটের চাপেই ১৩ তম ওভারে ৩৭ বলে ৩৫ রান করে রাহুল তেওয়াটিয়ার বলে বড় শট নিতে গিয়ে আউট হন দেবদূত পাডিক্কল।

    কিন্তু তখনো ব্যাঙ্গালোর ফ্যানেদের আশা ছিলেন বিরাট কোহলি।আজ ভালো শুরুও করেছিলেন তিনি। কিন্তু ৩২ বলে ১টি চার ও ২টি ছয়ের সাহায্যে সুন্দর ৪৩ রানের ইনিংস কার্তিক তিয়াগীর বলে তেওয়াটিয়ার অসাধারণ ক্যাচের দৌলতে যখন প্যাভিলিয়নে ফেরেন তিনি ম্যাচ জেতানোর সমস্ত দায়িত্ব এসে পড়ে ডিভিলিয়ার্সের কাঁধে।

    আরও পড়ুনঃ আর্চারের তীর সামলাতে পারবেন কি কিং কোহলি

    তবে মাত্র ৩০ বলে দুবাইয়ের ময়দানে ৬৪ রান তোলা ছিল অনেকটাই অসম্ভব। কিন্তু আরো একবার ব্যাঙ্গালোরের ত্রাতা হয়ে ওঠার চেষ্টা করেন ডিভিলিয়ার্স। উনাদকাট এবং কার্তিককে আগের বলে বেশ কিছু বড় শট তুলে নিয়ে লক্ষ্যমাত্রা ছোট করে আনার চেষ্টা করেন তিনি। ১৯ তম ওভারে পরপর তিনটি ছয় ও ১টি চারের সাহায্যে ২৪ রান তুলে নেন ডিভিলিয়ার্স এবং গুরক্রীত সিংহ মান। ফলে শেষ ওভারে মাত্র ১০ রান বাচাতে হত আর্চারকে। কিন্তু সামনে ছিলেন ডিভিলিয়ার্স মাত্র ২২ বলে ১টি চার ও ৬টি বিধ্বংসী ছয়ের সাহায্যে নিজের অর্ধশতক পূর্ন করে দলকে জয় এনে দেন তিনি। এই জয়ের ফলে ৯ ম্যাচের ছটি জিতে ১২ পয়েন্টে পৌঁছাল ব্যাঙ্গালোর।ফলে লিগ টেবিলে নিজেদের তৃতীয় স্থান ধরে রাখল তারা।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...