দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইপিএলে ডবল হেডারের প্রথম পর্বে মুখোমুখি হয়েছিল রাজস্থান এবং ব্যাঙ্গালোর। টসে জিতে প্রথমে ব্যাট করে অধিনায়ক স্টিভ স্মিথের ৫৭ এবং রবি উথাপ্পার বিধ্বংসী ৪১ রানের সুবাদে ১৭৮ রানের বিশাল টার্গেট খাড়া করে রাজস্থান। জবাবে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারেই শ্রেয়াসের বলে ফিঞ্চকে হারায় ব্যাঙ্গালোর। প্রথম ধাক্কা সামলে বড় মাঠের সুযোগ কাজে লাগিয়ে পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেন অধিনায়ক কোহলি এবং পাডিক্কল। মূলত সিঙ্গেল ডাবলসের দিকে নজর দিয়ে খারাপ বলে বাউন্ডারি তুলে নিতে শুরু করেন দুজনেই। কিন্তু রানের গতি তখনও ছিল অনেকটাই মন্থর। ১২ ওভার শেষে এক উইকেট হারিয়ে মাত্র ৯২ রান তুলে নিতে পেরেছিল আরসিবি। রানরেটের চাপেই ১৩ তম ওভারে ৩৭ বলে ৩৫ রান করে রাহুল তেওয়াটিয়ার বলে বড় শট নিতে গিয়ে আউট হন দেবদূত পাডিক্কল।
কিন্তু তখনো ব্যাঙ্গালোর ফ্যানেদের আশা ছিলেন বিরাট কোহলি।আজ ভালো শুরুও করেছিলেন তিনি। কিন্তু ৩২ বলে ১টি চার ও ২টি ছয়ের সাহায্যে সুন্দর ৪৩ রানের ইনিংস কার্তিক তিয়াগীর বলে তেওয়াটিয়ার অসাধারণ ক্যাচের দৌলতে যখন প্যাভিলিয়নে ফেরেন তিনি ম্যাচ জেতানোর সমস্ত দায়িত্ব এসে পড়ে ডিভিলিয়ার্সের কাঁধে।
আরও পড়ুনঃ আর্চারের তীর সামলাতে পারবেন কি কিং কোহলি
তবে মাত্র ৩০ বলে দুবাইয়ের ময়দানে ৬৪ রান তোলা ছিল অনেকটাই অসম্ভব। কিন্তু আরো একবার ব্যাঙ্গালোরের ত্রাতা হয়ে ওঠার চেষ্টা করেন ডিভিলিয়ার্স। উনাদকাট এবং কার্তিককে আগের বলে বেশ কিছু বড় শট তুলে নিয়ে লক্ষ্যমাত্রা ছোট করে আনার চেষ্টা করেন তিনি। ১৯ তম ওভারে পরপর তিনটি ছয় ও ১টি চারের সাহায্যে ২৪ রান তুলে নেন ডিভিলিয়ার্স এবং গুরক্রীত সিংহ মান। ফলে শেষ ওভারে মাত্র ১০ রান বাচাতে হত আর্চারকে। কিন্তু সামনে ছিলেন ডিভিলিয়ার্স মাত্র ২২ বলে ১টি চার ও ৬টি বিধ্বংসী ছয়ের সাহায্যে নিজের অর্ধশতক পূর্ন করে দলকে জয় এনে দেন তিনি। এই জয়ের ফলে ৯ ম্যাচের ছটি জিতে ১২ পয়েন্টে পৌঁছাল ব্যাঙ্গালোর।ফলে লিগ টেবিলে নিজেদের তৃতীয় স্থান ধরে রাখল তারা।