দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইপিএলে ডাবল হেডারের দ্বিতীয় পর্বে শারজার ময়দানে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস। প্রথম টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। স্যাম ক্যুরান শুরুতেই ফিরে গেলেও আজ ভরসা জাগান ডুপ্লেসিস এবং শেন ওয়াটসন জুটি। মাত্র ১১ওভারে ৮৭ রানের পার্টনারশিপ গড়ে তোলেন তারা। কিন্তু দ্বাদশ ওভারে ব্যাক্তিগত ৩৬ রানে নোকিয়ার বলে বোল্ড হয়ে ফিরতে হয় ওয়াটসনকে। তবে আজও ডুপ্লেসিস ছিলেন একই রকম কন্সিসট্যান্ট।রাবাডার বলে সাজঘরে ফেরার আগে মাত্র ৪৭ বলে ৬ টি চার ও ২টি ছয় সহযোগে ৫৮ রানের দুরন্ত ইনিংস উপহার দেন তিনি।
এই ম্যাচে অবশ্য মূল পার্থক্য গড়ে দেন রাইডু এবং জাদেজা। মাত্র ২৫ বলে চারটি ছয় ও একটি চার সহযোগে ৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রাইডু। অন্যদিকে মাত্র ১৩ বলে চারটি অসাধারণ ছয়ের সাহায্যে ৩৩ রানের মারমুখী ক্যামিও উপহার দেন জাদেজা। মূলত তাদের এই অসাধারণ ব্যাটিংয়ের দৌলতেই শারজায় দিল্লিকে ১৮০ রানের বিশাল টার্গেটের সামনে দাঁড় করিয়ে দেয় চেন্নাই।
আরও পড়ুনঃ D মানে দুবাই, D মানে ডিভিলিয়ার্স, দর্প চূর্ণ রাজস্থানের এগিয়ে Virat
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি দিল্লি ক্যাপিটালসের জন্য। প্রথম পাঁচ ওভারের মধ্যেই ওপেনার পৃথ্বী শ এবং অজিঙ্কা রাহানেকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন দীপক চাহার। ফলতো দিল্লি টিম অনেকটাই নির্ভর হয়ে পড়ে অধিনায়ক শ্রেয়াস আইয়ার এবং শিখর ধাওয়ানের উপরে। গতদিনের মত আজও ভালো শুরু করেন ধাওয়ান। জাদেজার বলে একটি জীবন দান পেলেও তার পুরো ফায়দা তোলার চেষ্টা করেন তিনি। অন্যপ্রান্তে শ্রেয়াস একটু সময় নিলেও মাত্র ২৯ বলে ৮টি অনবদ্য চারের সাহায্যে নিজের বিধ্বংসী অর্ধশতক পূর্ন করেন গব্বর।
কিন্তু রানরেটের চাপে বড় শট নিতে গিয়ে ২৩ রানে ব্রাভোর বলে আউট হয়ে সাজঘরে ফেরেন আইয়ার।তবে অন্যদিকে ধৈর্য হারাননি ধাওয়ান।স্টয়নিসকে নিয়ে ম্যাচ ছোট করার চেষ্টা করেন তিনি।শেষ পর্যন্ত ২৪ রানের ক্যামিও খেলে ফিরতে হয় স্টয়নিসকেও। কিন্তু একাহাতে আজ দিল্লিকে জয় এনে দিতে বদ্ধপরিকর ছিলেন শিখর। মাত্র ৫৭ বলে ১৪টি চার ও ১টি ছয় সহযোগে নিজের মারমুখী শতরান পূর্ণ করেন তিনি। শেষ ওভারে পরপর তিনটি ছয় মেরে দিল্লিকে জয় এনে দেন আক্সার প্যাটেল। এই জয়ের ফলে ৯ ম্যাচে ৭টি ছয় তুলে নিয়ে লিগ টেবিলের প্রথম স্থানে উঠে এল দিল্লি।