দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: কথা ছিল আজ ১৮’ই অক্টোবর বাইপাস সংলগ্ন একটি পাঁচ তারা হোটেলে ফেডারেশনের পক্ষ থেকে তুলে দেওয়া হবে ‘আইলিগ’এর ট্রফি। সে ঘটনা এবার বাস্তব হল। মোহনবাগান সমর্থকরা ‘করোনা’ কে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে প্রমাণ করলেন ফুটবলের ওপরে আর কোনও উন্মাদনা নেই। ফুটবলের ওপরে আর কোনো বিষয় নেই। যেখানে যত -ধর্ম-বর্ণ নির্বিশেষে শুধুই ভালোবাসা ও উন্মাদনা।
আজ সকাল ১১ টা থেকেও তোড়জোড় ছিল উত্সব উদযাপনের। সেই মত কাতারে কাতারে মোহন বাগান সমর্থক রা চুড়ান্ত গরম ও রোদ্দুর সহ্য করেও ভিড় করেছেন বাইপাস সংলগ্ন হোটেল টির পাশে। ‘মোহন বাগানের’ ক্লাব পতাকা রঞ্জিত হুড খোলা গাড়িতে কাঁচের বক্সে রাখা ‘আইলিগ’ ট্রফি কোনও অংশেই ‘বিশ্বকাপের’ কম নয়। একজন মোহনবাগান সমর্থকের কাছে এই ট্রফি গর্বের, অহঙ্কারের, ঐতিহ্যের, স্বপ্নের, দম্ভের। চারিদিকে শুধু সবুজ মেরুন।
ঐতিহাসিক এই জাতীয় ক্লাবের আজকের বর্ণাঢ্য শোভা যাত্রা’র উন্মাদনা, ১১ জন খেলোয়ারের সেই জয়ের প্রতি সম্মান যা ইতিহাসের ১১ জন খেলোয়ারের ইংরেজদের কে হারিয়ে দেওয়ার মতই সমান অনুভূতিপূর্ণ। এই বর্ণাঢ্য শোভাযাত্রা তে বাজছিল মোহনবাগানের থিম সং। অনুরাগী ও সমর্থকদের ‘পাগল পানতি’ দেখার মত।
দেখুন ভিডিও-
আজকের এই ট্রফি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিডব্লিউডি, ইয়ুথ সার্ভিসেস অ্যান্ড স্পোর্টসের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আই লিগের সিইও সুনন্দ ধর। মোহনবাগান ক্লাব সভাপতি শ্রী স্বপন সাধন বসু এবং সমগ্র নির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতিতে কলকাতায় থাকা খেলোয়াড় ও কোচদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
নি:সন্দেহে আজকের এই দিনটা দীর্ঘ ৭ মাস গৃহবন্দী সমর্থকদের কাছে এক মুঠো অক্সিজেন তুল্য সেই সাথে গত মার্চ মাসে জয় করা ট্রফি হাতে নিয়ে আজ শুধুই দিনটা তাদের। আজ বাইপাস থেকে ময়দান শুধুই সবুজ মেরুন, আজ কলকাতার অলি গলি শুধুই সবুজ মেরুন।