দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইএসএলে খেলতে নামার আগে বিদেশি খেলোয়ার নির্বাচন কার্যত অনেকটাই সেরে ফেলল স্পোর্টিং ক্লাব ইস্টবেঙ্গল।দলের প্রথম তিন বিদেশী হিসাবে মাটি স্টেইনম্যান, অ্যান্থনি স্টোকস এবং জাক মাঘোউমার যোগদান একপ্রকার নিশ্চিত বলা যায়। আইসিএলের ময়দানের যুদ্ধ জয় করতে চাই নিপুন রণনীতি। সেই রণনীতির সূত্রেই মাঝমাঠের খেলাকে আরও বেশি শক্তিশালী করে তুলতে ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল বার্নিংহাম সিটি থেকে মিডফিল্ডার জ্যাক মাঘোউমাকে সই করালো তারা। সূত্রের খবর অনুযায়ী ইস্টবেঙ্গল কর্তাদের অফার পেয়ে রাজি হয়েছেন কঙ্গোর ফুটবলার। ইংলিশ চ্যাম্পিয়নশিপে মাঘোউমা একটি অত্যন্ত পরিচিত মুখ। বার্মিংহ্যাম সিটি এবং শেফিল্ড ওয়েডনেসডের হয়ে ২২৫ টি ম্যাচে মাঠে নামার অভিজ্ঞতা রয়েছে তার। কঙ্গো দেশের হয়েও ২১টি আন্তর্জাতিক ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন তিনি।
আরও পড়ুনঃ বাঙালি ফুটবলার কমে যাওয়ায় সুশীল সিনহা কষ্টে আছেন -নির্মলকুমার সাহা
দলের প্রধান স্ট্রাইকার হিসেবে আইরিশ ফুটবল তারকা অ্যান্টনি স্টোকসকে মনে ধরেছে ইস্টবেঙ্গল কর্তাদের। শোনা যায়, একটি স্কটিশ ক্লাবের তরফ থেকে দামি চুক্তি পাওয়ায় ইস্টবেঙ্গলের অফারকে কার্যত না করে দিয়েছিলেন তিনি। কিন্তু ক্লাব কর্তারা ছিলেন নাছোড়বান্দা। শেষ পর্যন্ত বড় অফার দিয়ে এই ৩২ বছর বয়সী স্ট্রাইকারের মন জয় করে নিয়েছে ইস্টবেঙ্গল। নিজের ঝুলিতে প্রচুর অভিজ্ঞতা রয়েছে স্টোকসেরও। শেল্টিকের হয়ে ১৩৫টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন তিনি।সূত্রের খবর অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে ইস্টবেঙ্গলের যোগ দেবেন এই খেলোয়াড়।
আইএসএলের রণভূমিতে মাঝমাঠে ইস্টবেঙ্গলের দ্বিতীয় বাজি হতে চলেছেন ২৫ বছর বয়সী জার্মান মিডফিল্ডার মাটি স্টেইনম্যান।জার্মানির বুন্দেসলিগা ক্লাবের হয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন এই তারকা। তবে বর্তমানে তিনি প্রতিনিধিত্ব করেন ওয়েলিংটন ফিনিক্স ক্লাবের হয়ে। অন্যান্য খেলোয়ারদের সাথে এক বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন স্টেইনম্যানও। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে তাকেও দলের সঙ্গে যোগ দিতে দেখবেন ইস্টবেঙ্গল সমর্থকরা।