দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ নিজেদের ভারতীয় খেলোয়ারের তালিকা কিছুদিন আগেই ওয়েবসাইটে প্রকাশ করেছিল এসসি ইস্টবেঙ্গল। কিন্তু সেই ২২ জনের তালিকায় থাকা মিজোর তরুণ ডিফেন্ডার সাইরুত কিমাকে হাতছাড়া করলে ইস্টবেঙ্গল। ব্যাঙ্গালুরুর হয়ে খেলা এই তরুণ তুর্কিকে কার্যত ইস্টবেঙ্গলের হাত থেকে ছিনিয়ে নিল আই লিগে অভিষেক হতে চলা নতুন দল সুদেবা এফসি।


ইস্টবেঙ্গলের ভারতীয় সহকারী কোচ রেনেডি সিংয়ের প্রথম পছন্দের তালিকায় ছিলেন এই ডিফেন্ডার। চুক্তিপত্রও হয়ে গিয়েছিল প্রায় পাকাপাকি। কিন্তু দলের হয়ে নিয়মিত প্রথম একাদশে খেলার প্রতিশ্রুতি চেয়েছিলেন কিমা।
আরও পড়ুনঃ ইস্টবেঙ্গল ক্লাবের দেশীয় স্কোয়াড এর ঘোষণা হল আজ, দেখে নিন কে কে রয়েছে
সূত্রের খবর অনুযায়ী সে রকম কোনো প্রতিশ্রুতি দিতে পারেনি ইস্টবেঙ্গল কর্তারা। আর সেই কারনেই সুদেবা এফসিতে সই করলেন তরুণ এই ডিফেন্ডার। সাইরুতের পরিবর্তে আপাতত রেনেডি সিংয়ের ক্লাসিক ফুটবল একাডেমি থেকে ডিফেন্ডার রোহেন সিংহকে সই করালো ইস্টবেঙ্গল কর্তারা।