দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আগামী আই লিগের কথা মাথায় রেখে আজ হেড কোচ হিসেবে জসে হাবিয়াকে সই করালো মহামেডান স্পোর্টিং। ইউএফা লাইসেন্সপ্রাপ্ত কোচ হাবিয়ার বিভিন্ন স্তরে কোচিং করার প্রায় ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে।
হাবিয়া নিজের কোচিং ক্যারিয়ার শুরু করেন বিভিন্ন স্প্যানিশ দলের সাথে কাজ করে। এরপর ২০১৪ থেকে ২০১৬ সাল অবধি তিনি যুক্ত ছিলেন ভারতের আর্সেনাল সকার স্কুলের সাথে। একই সময়ে আইএসএলের দল পুনে এফসির সাথেও কোচ হিসেবে যুক্ত ছিলেন তিনি।
২০১৭ সালে ক্লাব পরিবর্তন করে কোচ হিসেবে তিনি যোগ দেন মিনার্ভা পাঞ্জাবে।সেখানে তিনি কাজ করেন জুনিয়র এবং সিনিয়র দুটি দলের সাথেই। ২০১৭ সালে “ফিফা আন্ডার-১৭ ওয়ার্ল্ড কাপ” খেলা অনেক ভারতীয় খেলোয়াড়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন তিনি। ভারতের খেলোয়াড়দের সাথে যুক্ত থাকার তার এই দীর্ঘ অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চায় মহামেডান স্পোর্টিং।
মিনার্ভা পাঞ্জাবের সঙ্গে চুক্তি শেষ হবার পর মধ্য ভারত স্পোর্টস ক্লাব এবং সেলটিক সকার একাডেমির যৌথ উদ্যোগে ফুটবলের উন্নতির জন্য ভূপালে যে মডেল প্রতিস্থাপন করা হয় তার সাথে যুক্ত ছিলেন জসে হাবিয়া। এখন মহামেডানের প্রধান কোচ হিসেবে তিনি কতটা কার্যকরী ভূমিকা নিতে পারেন সেটাই দেখার।
মহামেডানের প্রধাণ কোচ নিযুক্ত হলেন জসে হাবিয়া

