দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ফুটবলের ময়দান জুড়ে দুঃসংবাদ চলছে তো চলছেই। করোনা ভাইরাসের করাল গ্রাস থেকে কবে মুক্তি পাবে দুনিয়া,সেই আশাতেই দিন গুনছে সকলে। কিন্তু সংক্রমন থামবার যেন কোন লক্ষনই নেই। বরং তাঁর করালগ্রাসে সংক্রমিত হয়ে চলেছেন একের পর এক প্রিয় তারকা।এরইমধ্যে ফুটবল ভক্তদের জন্য আবার এলো দুঃসংবাদ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর এবার কোভিড আক্রান্ত হলেন ২০০২ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডিনহো গাউচো।
সবুজ ময়দানে তার অসাধারণ পায়ের কাজের ভক্ত নন এমন ফুটবল ফ্যান পাওয়া প্রায় অসম্ভব। এবার করোনা ভাইরাসের কবলে সেই রোনাল্ডিনহো গাউচোই। তবে আশার কথা এই যে তার শরীরে কোন উপসর্গ নেই। অর্থাৎ তিনি অ্যাসিম্পটোমেটিক। শনিবার বেলো হরিজোন্তে শহরে এক অনুষ্ঠানে গিয়েছিলেন রোনাল্ডিনহো। সেখানেই কোভিড টেস্ট করানো হলে তার শরীরে সংক্রমণ ধরা পড়ে।
রোনাল্ডিনহো জানান, ‘আমি কোভিড-১৯ পরীক্ষা করিয়েছি, রিপোর্ট পজিটিভ এসেছে। ভাল আছি, শরীরে কোনও উপসর্গ নেই। শনিবার থেকে বেলো হরিজোন্তেতে আছি। একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলাম। অনুষ্ঠানটি পিছিয়ে গিয়েছে। শীঘ্রই সেখানে সবার সঙ্গে আমার দেখা হবে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা!’