দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ করোনা ভাইরাসের প্রকোপে আগেই ফুটবল থেকে দূরে সরে যেতে হয়েছে ক্রীশ্চিয়ানো রোনাল্ডোর মত বড় তারকাদের। এবার করোনা হানা দিল ফিফার অন্দরমহলেও। কোভিড পজিটিভ ফিফা প্রেসিডেন্ট জিয়োন্নি ইনফানতিন্নো।


মঙ্গলবার ফিফার তরফে বার্তা জারি করে জানানো হয়েছে এই সংবাদ। বিবৃতিতে বলা হয়েছে, “গত কয়েকদিনে যারা ফিফা প্রেসিডেন্টের সংস্পর্শে এসেছেন তাদের সেই অনুযায়ী জানানো হয়েছে এবং তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হচ্ছে। “ফিফা আন্তরিকভাবে প্রেসিডেন্ট ইনফ্যান্টিনোর দ্রুত আরোগ্য কামনা করছে।”
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আরও জানিয়েছে যে, বেশ কয়েকদিন যাবত অসুস্থ ছিলেন জিয়োন্নি। ফলত কোভিড টেস্ট করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। আপাতত অন্তত দশদিন কোয়ারেন্টাইনে রাখা হবে তাকে।তারপর আবার পরীক্ষা হবে তার। রিপোর্ট নেগেটিভ এলে তবেই মুক্তি পাবেন তিনি। আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন জিয়োন্নি।