দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: পর পর দুবার করোনা টেস্টে পজিটিভ রিপোর্ট এসেছিল তাঁর, অবশেষে করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী CR7। বিপদমুক্ত হলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
সূত্র মারফত খবর শুক্রবার তৃতীয় টেস্টে নেগেটিভ রিপোর্ট এসেছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের এই তারকা ফুটবলারের। জুভেন্টাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কোভিড-১৯ এর জন্য একটি ডায়াগনস্টিক টেস্ট করানো হয়েছিল রোনাল্ডোর। যেখানে ফলাফল এসেছে নেগেটিভ। যার অর্থ তিনি ১৯ দিন পর এখন করোনামুক্ত এবং আর আইসোলেশনে থাকতে হবে না।’
দীর্ঘ ১৯ দিন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত ছিলেন তিনি। গত ১৩ অক্টোবর করোনায় আক্রান্ত হন রোনাল্ডো। এরপর বাধ্যতামূলক হোম আইসোলেনে চলে যান তিনি। যে কারণে জাতীয় দলের হয়ে উয়েফা (UEFA) নেশনস কাপের কয়েকটি ম্যাচে মাঠে নামা হয়নি তার। তিনি পর্তুগালের হয়ে একটি ও জুভেন্টাসের হয়ে ঘরোয়া লিগে আরও দুটি ম্যাচ খেলতে পারেননি।
তবুও ফুটবল বিশ্বে ও অনুরাগীদের আশা ছিল ২৮’শে অক্টোবরের আগেই করোনামুক্ত হয়ে খেলায় ফিরতে পারবেন তিনি। চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির বিপক্ষে মাঠে লড়াই করবেন। এমনকি সে আশায় রোনাল্ডোর দ্রুত রোগমুক্তির প্রার্থনাও করেছিলেন মেসি। কিন্তু পরে দ্বিতীয়বারের টেস্টেও নেগেটিভ হননি রোনাল্ডো। ১৯ দিন থাকতে হয়েছে আইসোলেশনে।
রোনাল্ডোর এই করোনামুক্তির খবরে ফুটবলপ্রেমীরা স্বস্তিতে। ২৮ শে অক্টোবর পর্তুগিজ তারকারকে মিস করা ফুটবলভক্তদের আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেদিন মেসির বার্সেলোনার মুখোমুখি হবে জুভেন্টাস। আর সেই ম্যাচেই দেখতে পাওয়া যাবে অপ্রতিরোধ্য CR7 কে।
জুভেন্টাস সূত্রে খবর, সব কিছু ঠিকঠাক চললে আগামী রোববার স্পেজিয়ার বিপক্ষে সেরি-এ’র ম্যাচে দেখা যেতে পারে জুভেন্টাসের এই সেরা তারকাকে।