দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ক্রোয়েশিয়া ও তুরস্ক ম্যাচের হাফ টাইমে ড্রেসিংরুমে ফিরে ক্রোয়েশিয়ার অধিনায়ক ভিদা জানতে পারেন তিনি করোনা পজিটিভ। সঙ্গে সঙ্গে দেরি না করেই আইসোলেশনে চলে যান ভিদা। সে কারণে দ্বিতীয়ার্ধে তাঁকে আর মাঠে দেখা যায় নি। দ্বিতীয়ার্ধে তাঁকে মাঠে না দেখতে পেরে দর্শকদের মধ্যে হইচই পড়ে যায়। পড়ে তাঁর কোভিড পজিটিভ হওয়ার খবরে অনুরাগীরা মর্মাহত হন।
উল্লেখ্য, তুরস্কের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয়েছিল ক্রোয়েশিয়া। এই প্রদর্শনী ম্যাচে ক্যাপ্টেনের আর্মব্যান্ড ছিল ক্রোয়েশিয়ার ডমাগজ ভিদার হাতেই। ম্যাচের প্রথমার্ধ তিনি খেললেন দক্ষতার সঙ্গেই। এরপর হাফ টাইমে ড্রেসিংরুমে গিয়ে জানতে পারেন তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।
প্রসঙ্গত সোমবারই করোনা পরীক্ষা করিয়েছিলেন ভিদা। তখন সেই পরীক্ষার ফল এসেছিল নেগেটিভ। ম্যাচের দিন সকালে আবার পরীক্ষা করেন তিনি। সেই পরীক্ষার ফল আসে পজিটিভ। সঙ্গে সঙ্গে আইসোলেশনে চলে যান ভিদা। দ্বিতীয়ার্ধে অবশ্য আর মাঠে নামেননি তিনি।


টীম সূত্রে খবর,আগামী ১০ দিন আইসোলেশনেই থাকবেন ক্রোয়েশিয়ার অধিনায়ক ভিদা। তবে এর পাশাপাশি ভালো খবর, ক্রোয়েশিয়ার বাকি ফুটবলারদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। এই প্রদর্শনী ম্যাচটি শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র হয়।