দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আবার পিছিয়ে গেল মেয়েদের অনুর্ধ ১৭ বিশ্বকাপ ফুটবল । ১ বছর পিছিয়ে দেয়া হল বিশ্বকাপের সূচি । ২০২১সালের ১৭ই ফেব্রূয়ারি থেকে ৭ ই মার্চ পর্যন্ত কোলকাতা সোহো ভারতের পাঁচটি শহরে হওয়ার কথা ছিল ।তাই এই বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে ২০২২ সালে ।
ফিফা জানিয়েছে স্বাস্থ্য সবার আগে ।তাই বেশ কিছু টুর্নামেন্ট পিছিয়ে দেয়া হচ্ছে । করোনার কারণে বহু জায়গায় প্রাক বিশ্বকাপের ম্যাচ গুলো আয়োজন করা যায়নি ।
এই প্রসঙ্গে একটা প্রশ্ন উঠে আসছে ২০২২ সালে বিশ্বকাপ হলে অনেক ফুটবলারের বয়স ১৭ পেরিয়ে যাবে , সেক্ষেত্রে সেই ফুটবলেররা কি বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে ? ফিফা জানিয়েছে বয়স ১৭ বছর পেরিয়ে গেলেও রেজিস্ট্রেশনে কোনো বাধা থাকবে না।মেয়েদের অনুষধ ২০ বিশ্বকাপ পিছিয়ে গিয়ে ২০২২ এ কোস্টারিকাতে হবে। আর কাটাতে ২০২১ সালে ফেব্রুয়ারী ১-১১ অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপ ।