লারার দেশের স্ট্রাইকার মহামেডানে

0
66

দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দীপেন্দু বিশ্বাস ফুটবল সচিব রূপে দায়িত্ব নেওয়ার পর থেকে মহামেডান দল বদলের বাজারে অশ্বমেধের ঘোড়া ছুটিয়েই চলেছেl গত সপ্তাহে প্রাক্তন আই লীগ জয়ী ডিফেন্ডার এজে কিংসলে সহ গত মরশুমে ধারাবাহিক ভালো খেলা এক ঝাঁক ফুটবলার কে সই করিয়ে ইতিমধ্যেই চমক দিয়েছে সাদাকালো শিবির আর এবার চার্চিল ব্রাদার্সের ঘর ভেঙে ত্রিনিদাদিয় স্ট্রাইকার উইলিস প্লাজাকে ঘরে তুলে বাকি প্রতিদ্বদ্বীদের থেকে কয়েকধাপ এগিয়ে গেলেন তাঁরাl
আগামীকাল রেড রোডের তাঁবুতে আনুষ্ঠানিক ভাবে প্লাজার নাম ঘোষণা করতে চলেছেন দীপেন্দু এবং কোংl সূত্রের খবর আপাতত তিন মাসের চুক্তিতে মহামেডানে যোগ দিচ্ছেন প্লাজা দল আই লীগে উঠলে চুক্তির মেয়াদ বাড়বেl 2016 তে ইস্টবেঙ্গলের হয়ে ভারতীয় ফুটবলে হাতেখড়ি হওয়া প্লাজা তাঁর জাত চেনান চার্চিলের জার্সি গায়েl গত দুই মরশুমে গোয়ার দলটির হয়ে 33 বছর বার্ষিয় প্লাজা সব প্রতিযোগীতা মিলে 40টিরও বেশি গোল করেছেনl
তবে শুধু প্লাজাকে সই করিয়েই ক্ষান্ত থাকছেন না সাদাকালো কর্তারা সাথে গত মরশুমের আরেক ধারাবাহিক ফুটবলার জিতেন মুর্মুর সাথেও ইতিমধ্যেই চুক্তি নবীকরণ করে ফেলেছেন তাঁরাl ফলে এটা বলাই যায় প্লাজা-জিতেন জুটি আসন্ন দ্বীতিয় ডিভিশন আই লীগে অনেক প্রতিদ্বন্দ্বি কোচকেই চিন্তায় রাখবেl

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here