দেবব্রত মজুমদার
আগামী মরশুমে আই লীগ খেলাই যে তাঁদের মূললক্ষ তা ইতিমধ্যেই এজে কিংসলে-উইলিস প্লাজার মতো বিদেশী সই করিয়ে বুঝিয়ে দিয়েছে দীপেন্দু বিশ্বাসের নেতৃত্বাধীন মহামেডান স্পোর্টিং l এবার তাঁরা নেমে পড়লেন স্বদেশী ব্রিগেড মজবুত করতে l
তীর্থঙ্কর সরকার, সত্যম শর্মা, প্রিয়ান্ত সিংহ, হীরা মন্ডল, জিতেন মুর্মুদের মতো গত মরশুমের ধারাবাহিক ভালো খেলা একঝাঁক ফুটবলারের সাথে চুক্তি নবীকরণ আগেই সারা হয়েগিয়েছিল এবার তাঁরা জালে তুললেন জর্জ টেলিগ্রাফের প্রতিশ্রুতিমান সাইডব্যাক নবী হুসেন খানকে l
বছর 23এর নবীর উঠে আসা তরুণ দের প্রশিক্ষণাধীন ইস্টবেঙ্গল অনুর্ধ 19 দল থেকে l সেখান থেকে জর্জ টেলিগ্রাফ হয়ে এটিকে রিসার্ভ দলের জার্সি গায়ে দ্বীতিয় ডিভিশন আই লিগও খেলে ফেলেছেন বেলুড়ের এই ফুটবলার l মূলত সাইডব্যাক হলেও নবী সেন্ট্রাল ডিফেন্সেও খেলতে পারেন অবলীলায় এমনকি মাঝমাঠেও যথেষ্ট সাবলীল তিনি l
নবী ছাড়াও দীপেন্দু বিশ্বাসরা সই করিয়েছে রিয়াল কাশ্মীরের রক্ষণ ভাগের ফুটবলার অর্শপ্রীত সিংহকে এবং কথা চালাচ্ছেন একাধিক ফুটবলারের সাথে যাদের মধ্যে নাম শোনা যাচ্ছে শেখ ফাইয়াজ-আজাহারউদ্দিন মল্লিকের মতো ফুটবলারদের