দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের এইচ গ্রুপের লড়াই অব্যাহত গ্রূপ পর্বের খেলার শেষ দিন পর্যন্ত। এই গ্রুপের চার দলের মধ্যে দুর্বল দল ইস্তানবুল বাসেখসায়ারের বিদায় ইতিমধ্যে নিশ্চিত হয়ে গিয়েছে। গ্রূপের বাকি তিনটে দল ম্যানচেস্টার ইউনাইটেড, প্যারিস সেন্ট জার্মেইন এবং আর বি লেপজিগের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের নক-আউটে যাওয়ার লড়াই টিকে রইল শেষ রাউন্ড পর্যন্ত।
মঙ্গলবার রাতে ইস্তানবুল বাসেখসায়ারের মুখোমুখি হবে নেইমার, এমব্যাপের পিএসজি। আশা করা যায় সেই ম্যাচে সহজেই জয় তুলে নিতে সক্ষম হবে টমাস টুচেলের ছেলেরা। ফলে তাদের চ্যাম্পিয়ন্স লিগের নক আউটে পৌঁছনোর কোনও বাঁধা থাকছে না। গত সপ্তাহে কঠিন ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে নিজেদের পথ সহজ করে নিয়েছে তারা।
আরও পড়ুন:- “জলে কুমির, ডাঙ্গায় বাঘ” এখন অতীত, আইএসএলে এখন “আক্রমণে কৃষ্ণা, ডিফেন্সে তিরি”!
অপরদিকে হাড্ডাহাড্ডি ম্যাচে একে অপরের মুখোমুখি হবে আর বি লেপজিগ ও ম্যানচেস্টার ইউনাইটেড। গত সপ্তাহের শেষে বুন্দেশলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের সাথে ৩-৩ ফলে ড্র করেছে লেপজিগ। গত মরশুমে কোয়ার্টার ফাইনাল অবধিও পৌঁছেছিল তারা। অপরদিকে সপ্তাহান্তে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ১-৩ ফলে জয় ছিনিয়ে নিয়েছে রেড ডেভিলসরা। শেষপর্যন্ত কোন দুটি দল চ্যাম্পিয়ন্স লিগের নক আউটে যাবে এবং কার জায়গা হবে চ্যাম্পিয়ন্স লিগে তা জানতে অপেক্ষা আর একদিনের।