দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : অবশেষে স্বস্তি ফিরলো লাল হলুদ শিবিরেl অগণিত সদস্য সমর্থকের উৎকণ্ঠার অবসান ঘটিয়ে, দীর্ঘ আইনি জটিলতা পার করে অবশেষে কোয়েসের কাছ থেকে স্পোর্টিং রাইটস ও এনওসি ফিরে পেল এই শতাব্দী প্রাচীন ক্লাব l 2018র জুন মাসে কোয়েস কর্প লিমিটেড এবং ইস্টবেঙ্গল ক্লাবের চুক্তির মাধ্যমে গঠিত কোয়েস ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব প্রাইভেট লিমিটেডের 30% শেয়ার কোয়েসকে ফিরিয়ে দিয়ে কোয়েসের সাথে সব সম্পর্কে চিরতরে চুকিয়ে ফেললেন ক্লাব কর্তারা l
গত 31সে মে খাতায় কলমে কোয়েস এবং ইস্টবেঙ্গলের বিচ্ছেদ হলেও জটিলতা থেকে গিয়েছিল স্পোর্টিং রাইটসকে কেন্দ্র করে আর সেই জটিলতা কাটাতেই গতকাল রাতে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে ড্রাফট এগ্রিমেন্ট পাঠানো হয় কোয়েসকে আর আজ তাঁরা সেই এগ্রিমেন্টে সই করে পাঠিয়ে দেন লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবে l ফলে ইস্টবেঙ্গল নতুন কোম্পানি গঠন করতে সতন্ত্র হয়ে গেলো এবং এএফসি ক্লাব লাইসেন্সিংয়ের প্রক্রিয়া শুরু করতে আর কোনো বাঁধা রইলো না l