দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ খানিকটা অপ্রত্যাশিত ভাবেই কাল এটিকে মোহনবাগানকে হারিয়ে তিন পয়েন্ট অর্জন করেছে জামশেদপুর। গত তিন ম্যাচে টানা জয় পাওয়া হাবাসের দল কাল রক্ষণ, মাঝমাঠ এবং আক্রমণ তিন জায়গাতেই সম্পূর্ণভাবে পরাস্ত হয়েছে ভালস্কিসদের কাছে। গত কয়েকবারের থেকে এবছর অনেকটাই আলাদা জামশেদপুর। ওয়েন কোল চেন্নাইয়ান থেকে আসার পর নিজের মনের মতো করে সাজাচ্ছেন জামশেদপুরকে। তার সাথে সাথে এনেছেন নিজের পছন্দের প্লেয়ারদের। প্রথম তিনটি ম্যাচে প্রত্যাশিত ফলাফল আসেনি। কিন্তু শেষ ম্যাচে গতবারের বিজয়ীদের যেভাবে হারিয়েছে তারা, তা কিন্তু বেশ খানিকটা চিন্তায় রাখবে লাল হলুদ ব্রিগেডকে।
আরও পড়ুন:-কৃষ্ণাকে টেক্কা ভালস্কিসের, মরশুমে প্রথম হার এটিকে মোহনবাগানের
বৃহস্পতিবার ওয়েন কোলের দলের বিরুদ্ধে মাঠে নামবে এসসি ইস্টবেঙ্গল। এখনও অবধি প্রতিযোগিতায় জয় আসেনি রবি ফাওলারের দলের। জয়ের জন্য মরিয়া হয়েই মাঠে নামবে ইস্টবেঙ্গল। কিন্তু খাতায় কলমে আক্রমণ থেকে রক্ষণ সব জায়গায় ফর্মের বিচারে লাল হলুদের থেকে কয়েকযোজন এগিয়ে রয়েছে জামশেদপুর। কিভাবে যাবতীয় প্রতিকূলতা সামলে নর্থইস্টের বিরুদ্ধে জয়ের জন্য ঝাঁপাবে লাল হলুদ শিবির তা দেখতে আগ্রহী শতাব্দীপ্রাচীন ক্লাবের ভক্তরা।
ইস্টবেঙ্গলের এখনও অবধি টুর্নামেন্টে সবচেয়ে চিন্তার জায়গা উইং ব্যাকদের জায়গাগুলি। গত ম্যাচে বেঞ্চে জায়গা হয়েছিল সামাদ এবং অভিষেক আম্বেকরের। বৃহস্পতিবার তাদের প্রথম একাদশে দেখলেও আশ্চর্য হওয়ার থাকবে না। তার সাথে সাথে আক্রমণে বলবন্ত খুব একটা ছন্দে নেই। তার জায়গায় সি কে বিনিথ কিংবা জেজে জায়গা পান কিনা তাও দেখার। নেভিল এবং ভালস্কিসের বর্তমান ফর্ম থেকে চিন্তা বেড়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের। কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গল শিবিরে দুজন বিদেশির চোট। তাই অফফর্মে থাকলেও নেভিলকে বসানোর ঝুঁকি হয়তো নেবেন না ফাওলার। গত ম্যাচে ডিফেন্ডার হিসাবে দুর্দান্ত খেলেছেন শাহনাজ। পরশুও তার কাছ থেকে একইরকম পারফরম্যান্স আশা করবেন সমর্থকরা।