দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ একবিংশ শতাব্দীর খেলাধুলার ইতিহাসে ক্রীড়াব্যাক্তিত্বদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় প্রতিদ্বন্দ্বিতা কোনটি। উত্তরটা খুব একটা সহজ নয়। হাতের সামনে রয়েছে অনেকগুলি অপশন। শচীন-লারা, ফেদেরার-নাদাল, ডিভিলিয়ার্স-কোহলি এরকম প্রচুর রাইভ্যালরির উদাহরণ রয়েছে। তবে এইগুলির মধ্যে থেকেও হয়তো সংখ্যা গরিষ্ঠ ক্রীড়াপ্রেমীরা শেষপর্যন্ত বেছে নেবেন রোনাল্ডো-মেসি জুটির মধ্যে থাকা প্রতিদ্বন্দ্বীতা। বছরের পর বছর দুর্দান্ত পারফরম্যান্স, দলকে একার দলে জিতিয়ে দেওয়া, প্রতি মাসে কোনও না কোনও নতুন রেকর্ড গড়া; দুই ফুটবলারের কৃতিত্ব উল্লেখ করতে বসলে একটা বই লেখা হয়ে যাবে। আজ হয়তো নিজেদের কেরিয়ারে শেষ বারের মতো একে অপরের বিরুদ্ধে নামবেন দুই কিংবদন্তি।
মুখোমুখি সাক্ষাতে অবশ্য মেসির রেকর্ড বেশি ভালো। তবে যে টুর্নামেন্টে আজ তারা মুখোমুখি হবেন সেই টুর্নামেন্টে দাপট বেশি রোনাল্ডোর। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড মিলিয়ে মোট ৫ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন রোনাল্ডো। তার মধ্যে পাঁচবারই রোনাল্ডো ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। মেসি প্রতিযোগিতাটি জিতেছেন চারবার। তার মধ্যে তিনবার তিনি ছিলেন প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা। তবে চ্যাম্পিয়ন্স লিগে ৫ বারের মুখোমুখি সাক্ষাতে মেসির দল জিতেছে দু বার। রোনাল্ডোর দল জয় পেয়েছে মাত্র একবার। ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মেসির হেডেই রোনাল্ডোর ম্যান ইউকে হারিয়ে কাপ জিতেছিল বার্সেলোনা।
আরও পড়ুন:- গোলে ফিরেছেন সুনীল, আত্মবিশ্বাসী নর্থইস্টকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য বেঙ্গালুরুর!
আজকের ম্যাচে মুখোমুখি হওয়ার আগে খুব ভালো ফর্মে নেই দুই তারকার দল। সিঁরি আ-তে শীর্ষে থাকা এসি মিলানের ৬ পয়েন্ট পিছিয়ে চার নম্বরে রয়েছে জুভেন্তাস। অপরদিকে লা লিগায় ৯ নম্বরে রয়েছে বার্সেলোনা। তবে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম পর্বের খেলায় রোনাল্ডোহীন জুভেন্তাসকে ২-০ ফলে হারিয়েছিল বার্সেলোনা। লিগে অফফর্ম চললেও চ্যাম্পিয়ন্স লিগে এখনও অপরাজিত বার্সা। তাই খাতায় কলমে একটু এগিয়ে কাতালুনিয়ান ক্লাব। তবে দুই তারকাই নিজেদের শেষ ম্যাচে গোল পাননি। আজ কে জ্বলে উঠেন সময়মতো তা দেখার অপেক্ষায় ফুটবলবিশ্ব।