দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ভারতীয় হিসেবে ইউরোপীয় লিগে গোলের রেকর্ড এর আগে ছিল বাইচুং ভুটিয়া আর সুনীল ছেত্রীর। এবার সেই সরণিতে নাম লেখালো ভারতীয় মহিলা ফুটবলের শিরোমণি বালা দেবী। স্কটিশ ক্লাব রেঞ্জার্সের হয়ে পঁচাশি মিনিটে গোল করে বালাদেবী এই কৃতিত্বের অধিকারী হলেন।
ভারতের জার্সিতে মাঠ কাঁপানোর পর তিরিশ বছরের এই মণিপুরী স্ট্রাইকার স্কটল্যাণ্ডের ক্লাব রেঞ্জার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। তবে যে ম্যাচে তিনি গোল করলেন সেইটি তার প্রথম ম্যাচ নয়, এর আগেও রেঞ্জার্সের জার্সিতে নেমেছিলেন কিন্তু গোল পাচ্ছিলেন না। তাই এই দিন স্কটিশ ওয়েমনস্ লিগের ম্যাচে প্রথম একাদশে তিনি ছিলেন না।
কিন্তু ৬৫ মিনিটে কোচ তাকে সুপার সাব হিসেবে নামান। ততক্ষণে রেঞ্জার্স ৭-০ মার্জিনে এগিয়ে ছিল। এরপর অষ্টম গোল হয়ে যায়। নির্ধারিত খেলা শেষ হবার পাঁচ মিনিট আগে গোলে বল জড়িয়ে দেন বালাদেবী। খেলা শেষ হয় ৯-০ ব্যবধানে।


গোলের মুহূর্তের ছবি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপলোড করেন বালাদেবী। তিনি আরো জানান যে পেশাদারি লিগে এই প্রথম গোলের পর তার পরের টার্গেট হল হ্যাটট্রিক করা। কোভিডবিধি মেনে জৈব বলয়ে থাকতে হচ্ছে বলে জিতের উচ্ছাস টিম হোটেলেই উদযাপন করে বালাদেবী সহ তার টিম। বালাদেবী তার প্রথম গোলের সৌজন্যে মণিপুরী স্টাইলে মাছের ঝোল খাওয়ান সকলকে।