দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ শেষ কবে একইদিনে বিশ্বের সেরা দুই লিগের ডার্বি পড়েছে, তা মনে করতে পারছেন না ফুটবল ভক্তরা। কিন্তু আজকের দিনটি হতে চলেছে এইরকমই স্পেশাল। একই দিনে ভারতীয় সময় রাত ১১ টায় ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত হবে মরশুমের প্রথম ম্যাঞ্চেস্টার ডার্বি। সেই খেলা শেষ হওয়ার আধ ঘন্টার মধ্যেই শুরু হবে রিয়াল-অ্যাটলেটিকোর মাদ্রিদ ডার্বি। তাই এখন থেকেই উত্তেজনায় ফুটছেন ফুটবলভক্তরা।
এই মুহূর্তে লিগ টেবিলে খুব একটা ভালো জায়গায় নেই দুই ম্যাঞ্চেস্টারের ক্লাবই। ১০ ম্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে রয়েছে ম্যান ইউ। সমসংখ্যক ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে পেপ গুয়ার্দিওয়ালার ম্যান সিটি। তাই আজকের ম্যাচে যে হারবে সেই দল অনেকটাই পিছিয়ে পড়বে লিগের লড়াই থেকে। আজকের এই ডার্বি আরও একটি কারণে আকর্ষনীয়। আজকে মুখোমুখি হবে ইপিএল তথা বিশ্বের সেরা দুই আক্রমণাত্মক মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ এবং কেভিন দি ব্রুইন। চলতি বছরের ফেব্রুয়ারিতে ম্যান ইউতে যোগ দেন ব্রুনো ফার্নান্দেজ। তারপর থেকে ধুঁকতে থাকা ম্যান ইউ অনেকটাই সামলে উঠেছে তার পারফরম্যান্সে ভর করে। অপরদিকে সিটি খুব একটা ভালো ফর্মে না থাকলেও দি ব্রুইন রয়েছেন নিজের ছন্দেই। আজকের লড়াইয়ে ব্রুনো আর ব্রুইনের মধ্যে শেষ হাসি কে হাসবে তা দেখতে মরিয়া ফুটবলবিশ্ব।
আরও পড়ুন: মৃত ‘মারাদোনাকে’ তুলে আনা হবে কবর থেকে, এমনই পরিস্থিতির আশঙ্কা উঠে আসছে এখন
অপরদিকে লা লিগায় এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের থেকে বেশ খানিকটা এগিয়ে অ্যাটলেটিকো। চলতি মরশুমের লা লিগায় এখনও হারের মুখ দেখেনি তারা। দল হিসেবে তারা যেভাবে খেলছে, সেটা কোচ দিয়েগো সিমিওনেকে আরও বেশ তৃপ্তি দিচ্ছে। বরাবরই রক্ষণের দিক দিয়ে বাকিদের চেয়ে অনেক এগিয়ে অ্যাটলেটিকো, এবার তারা আক্রমণেও অনেক বেশি ভয়ংকর। মাঝমাঠে কোকে-সাউল নিগেজ দাপিয়ে বেড়াচ্ছেন, তার সাথে প্রাক্তন রিয়াল মিডফিল্ডার তরুণ মার্কোস লরেন্তে, সিমিওনের তুরুপের অন্যতম তাস। আক্রমণে জোয়াও ফেলিক্স এবং লুইস সুয়ারেজকেও ভয়ংকর দেখাচ্ছে। সাথে মাঝেমধ্যেই দুর্ভেদ্য হয়ে ওঠা গোলরক্ষক ওবল্যাক। সেদিক দিয়ে দেখতে গেলে ধারাবাহিকতার অভাব ভালোই ভোগাচ্ছে রিয়ালকে। শেষ দুটি ম্যাচে অবশ্য জয় পেয়েছে তারা। ফর্মে রয়েছেন বেনজেমা, মদ্রিচ র্যামোস-রা। কিন্তু ভারানে, ভিনিসিয়স-দের ফর্ম চিন্তায় রাখবে জিদানকে।