25 C
Kolkata
Thursday, March 23, 2023
More

    অবশেষে স্বস্তি, চ্যাম্পিয়নশিপ খেলা নাইজিরিয়ান স্ট্রাইকার এবার ইস্টবেঙ্গলে – ঋতব্রত দেব

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ অবশেষে লাল হলুদ সমর্থকদের চিন্তার অবসান ঘটতে চলেছে। শেষপর্যন্ত স্ট্রাইকার আসতে চলেছে এসসি ইস্টবেঙ্গল ক্যাম্পে। ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপে খেলা ২২ বছর বয়সী তরুণ নাইজেরিয়ান ফরোয়ার্ড ব্রাইট এনোবাখরে-কে দলে নিতে চলেছে রবি ফাওলাররা। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী ভিসা সমস্যা মিটে গিয়েছে ব্রাইটের এবং তিনি ভারতে পৌঁছবেন মঙ্গলবারের মধ্যেই। সেক্ষেত্রে তিনি হয়তো লাল-হলুদ জার্সি গায়ে মাঠে নামবেন সম্ভবত পরের বছরে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচে ওড়িশার বিরুদ্ধে।

    আক্রমণ এবং মাঝমাঠ দুই জায়গাতেই খেলতে সমান স্বাচ্ছন্দ্য বোধ করেন ব্রাইট। সর্বশেষ তিনি মাঠে নেমেছেন গ্রিসের ক্লাব এইকে এথেন্সের হয়ে। তাদের হয়ে ইউরোপা লিগের যোগ্যতা অর্জন পর্বের স্কোয়াডেও ছিলেন তিনি। এছাড়া লিগে তাদের হয়ে একটিই ম্যাচে পরিবর্ত হিসাবে খেলতে নেমেছিলেন। ১৪ মিনিটের জন্য মাঠে নেমেই ওই ম্যাচে একটি গোল করেছিলেন ব্রাইট।

    ২০১৫ থেকে ২০২০ অবধি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব, উলভ্যাম্পটন ওয়ান্ডারার্সের অঙ্গ ছিলেন তিনি। যদিও বেশির ভাগ সময়ই লোনে কাটিয়েছেন ইংল্যান্ডের দ্বিতীয় এবং তৃতীয় ডিভিশনের বেশ কিছু ক্লাবে। অসম্ভব প্রতিভাবান হওয়া সত্ত্বেও তিনি কোনও ক্লাবেই বেশি সময় মাঠে নামতে পারেননি। তার একটাই কারণ এবং সেটি হল তার বেহিসাবি জীবনযাপন। প্রতিভার অভাব না থাকলেও ট্রেনিংয়ে গা ঘামাতে প্রচন্ড অনীহা। একসময় উইগান অ্যাথলেটিক্সেও লোনে ছিলেন তিনি।

    উইগান অ্যাথলেটিক্সের সেখানকার সতীর্থরা জানিয়েছেন যে ট্রেনিংয়ে বার বার দেরি করে এলেও, টিম মিটিংয়ে অনিয়মিত হলেও তাকে কিছু বলতেন না দলের কোচ। কারণ তার প্রতিভা। তার সতীর্থদের মতে ঠিকঠাক দ্বিতীয় ডিভিশন বা চ্যাম্পিয়নশিপের যে স্ট্যান্ডার্ড তার চেয়ে অনেক বেশি প্রতিভাবান ছিলেন ব্রাইট। এখন দেখার এই খামখেয়ালি নাইজিরিয়ানকে কিভাবে সামলান ফাওলার এবং তার সহকারীরা।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...