দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ সদ্য চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিরুদ্ধে বড় জয় পেয়েছিল জুভেন্তাস। সেই তৃপ্তি নিয়েই রবিবার রাতে সিঁরি আ-তে জেনোয়ার বিরুদ্ধে নেমেছিল আন্দ্রেয়া পিরলোর ছেলেরা। তবে এদিন ফর্মে থাকা স্ট্রাইকার মোরাতাকে বসিয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালা-কে রোনাল্ডোর সাথে জুড়ে দিয়েছিলেন পিরলো।
আরও পড়ুন:- অবশেষে স্বস্তি, চ্যাম্পিয়নশিপ খেলা নাইজিরিয়ান স্ট্রাইকার এবার ইস্টবেঙ্গলে
প্রথমার্ধে গোল না এলেও দ্বিতীয়ার্ধে জুভেন্তাসকে এগিয়ে দিয়েছিল পাওলো দিবালা। কিন্তু গতির বিরুদ্ধে গোল করে দু-মিনিটের মধ্যে জেনোয়াকে সমতায় ফেরায় স্টুয়ারো। কিন্তু শেষপর্যন্ত ৭৮ ও ৮৯ মিনিটে জোড়া পেনাল্টি থেকে গোল করে জুভেন্তাসকে তিন পয়েন্ট এনে দেন সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই মুহুর্তে ১০ গোল করে জুলাটান ইব্রাহিমোভিচের সাথে যুগ্মভাবে সিঁরি আ-র সর্বোচ্চ গোলদাতার দৌড়ে শীর্ষে রয়েছেন তিনি। আর কালকে দুই গোলের সাথে সাথে চলতি বছরে ৪২ ম্যাচে ৪২ গোল করে ফেললেন তিনি।
কাল জুভেন্তাসের হয়ে শততম ম্যাচ খেলতে নেমেছিলেন রোনাল্ডো। জোড়া পেনাল্টিতে সেই ম্যাচ স্মরনীয় করে রাখলেন সিআরসেভেন। জুভেন্তাসের হয়ে ১০০ ম্যাচে রোনাল্ডো মোট ৭৯ টি গোল এবং ১৯ টি এসিস্ট করেছেন। জুভেন্তাসের মতো রক্ষণাত্মক দলের হয়ে ৩৪ থেকে ৩৬ বছর বয়সকালে খেলেও এমন রেকর্ড নিঃসন্দেহে ঈর্ষনীয়। তিনি ইতালিতে আসার পর থেকে সিঁরি আ-তে তার চেয়ে বেশি গোল কেউ করেননি। সেই সঙ্গে প্রথম খেলোয়াড় হিসেবে ইউরোপীয় ক্লাব ফুটবলে ৪০০ টি ম্যাচ জয়ের স্বাদ পেলেন তিনি। শেষপর্যন্ত সাদা-কালো জার্সিতে কোথায় গিয়ে থামেন রোনাল্ডো, সেটাই এখন দেখার বিষয়।