দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ প্রকাশিত হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রতিদ্বন্দ্বিতার সম্পূর্ণ চিত্র। চলতি মরশুমে গ্রূপ পর্যায় থেকেই জমে উঠেছিল ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। শেষপর্যন্ত অঘটন না ঘটিয়ে সবকটি বড় এবং বিখ্যাত দলই পৌঁছিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে। একমাত্র অঘটন হিসাবে ধরা যেতে ম্যান ইউয়ের নক-আউটে না পৌঁছনো। বিপজ্জনক গ্রূপে পিএসজি এবং আর বি লেপজিগের পেছনে থেকে গ্রূপে তিন নম্বরে শেষ করে ইউরোপা লিগে নেমে গিয়েছে তারা। তা বাদে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্তাসের কাছে বহুদিন পর গ্রূপে দ্বিতীয় হয়ে নক-আউটে পৌঁছিয়েছিল বার্সেলোনা।
আরও পড়ুন:-একাধিক রেকর্ড করে শততম ম্যাচ স্মরনীয় করে রাখলেন রোনাল্ডো
সোমবার ভারতীয় সময় বিকেল ৪.৩০ থেকে শুরু হয়েছিল নক আউটে কোন ক্লাব কার মুখোমুখি পড়বে তা বেছে নেওয়ার প্রক্রিয়া। নিয়ম অনুয়ায়ী গ্রূপ লিগে এক গ্রূপে থাকা দুই দল, এবং একই দেশের দুই দল শেষ ষোলো পর্যায়ে মুখোমুখি হতে পারতো না একে অপরের। সেই নিয়ম মেনেই প্রক্রিয়া শুরু হয় এবং সেই প্রক্রিয়া সম্পূর্ন হওয়ার পর শেষ ষোলোর খেলা গুলির মধ্যে সবচেয়ে আকর্ষক হতে চলেছে বার্সা বনাম পিএসজি ম্যাচটি। কারণ বার্সা ছাড়ার চার বছর পর বার্সার বিরুদ্ধে ন্যু ক্যাম্পে খেলতে নামার সম্ভাবনা তৈরি হয়েছে নেইমার জুনিয়রের। সম্ভাবনা বলা হচ্ছে কারণ এই মুহূর্তে গুরুতর চোট পেয়ে বেশ কিছুদিনের জন্য মাঠের বাইরে চলে গিয়েছেন নেইমার। এখনও প্রকাশিত হয়নি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো পর্বের খেলার তারিখ, আজ রাতের মধ্যেই তা জানা যাবে। আপাতত জানা গিয়েছে ফেব্রুয়ারির তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে প্রথম পর্বের ম্যাচগুলি হবে। ততদিনে নেইমার সুস্থ হবেন কিনা তা এখনো জানা নেই।
আরও পড়ুন:-হারলো পিএসজি, মারাত্মক চোট পেয়ে চোখের জলে মাঠ ছাড়লেন নেইমার
চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলো পর্বের প্রতিদ্বন্দ্বীতার চেহারাটা নীচে বিস্তারিত ভাবে দেওয়া হল-
• ম্যান সিটি বনাম বুরুশিয়া মুনচেনগ্ল্যাডব্যাক
• লাৎজিও বনাম বায়ার্ন মিউনিখ
• অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম চেলসি
• আর বি লেপজিগ বনাম লিভারপুল
• পোর্তো বনাম জুভেন্তাস
• বার্সেলোনা বনাম প্যারিস সেন্ট জার্মেইন
• সেভিয়া বনাম ডর্টমুন্ড
• আটলান্টা বনাম রিয়াল মাদ্রিদ