দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ এতদিন ধরে বিদেশি ফুটবলার না আসা নিয়ে নানানরকম আশঙ্কায় ভুগছিলেন লাল হলুদ সমর্থকরা। সদ্য সপ্তম বিদেশি সই করিয়েছিল ইস্টবেঙ্গল। উলভস, উইগান অ্যাথলেটিক্সে খেলা ব্রাইট এনোবাখেরী নামক ফরোয়ার্ডকে সই করিয়েছিলেন এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। চলতি সপ্তাহেই তিনি পা রাখবেন ভারতে। এর মধ্যেই আরও এক বিদেশি ফুটবলারকে নিচ্ছে ইস্টবেঙ্গল, সেই গুজব ভেসে উঠলো হাওয়ায়। শোনা যাচ্ছে দীর্ঘদিন স্কটিশ লিগ খেলা ডিফেন্ডার ক্যালম উডস-কে আনতে চলেছে লাল হলুদ শিবির।
স্কটিশ লিগে ডুনফেরমিলনে এফসি-র হয়ে ১০০ টির-ও বেশি ম্যাচ খেলেছেন লিভারপুলে জন্মানো এই ডিফেন্ডার। তার ইয়ুথ কেরিয়ার অবশ্য শুরু হয়েছিল লিভারপুলের একাডেমিতেই। এছাড়া ইংলিশ ফুটবলের পরিচিত ক্লাব হাডার্সফিল্ড টাউনের হয়েও ৭২ টি ম্যাচ খেলেছেন তিনি। ইংল্যান্ডের তৃতীয় ডিভিশনে তার পারফরম্যান্স একসময় দুর্দান্ত ছিল। শেষ তিনি খেলেছেন ইংল্যান্ডের তৃতীয় ডিভিশনের ক্লাব ট্রানমেরে রোভার্সে। ওখান থেকেই ইস্টবেঙ্গলে আসতে চলেছেন তিনি।


শোনা যাচ্ছে নেভিলের পারফরম্যান্সে সন্তুষ্ট নয় ইস্টবেঙ্গল কোচিং স্টাফরা। আপাতত ফক্সও অসুস্থ। তাই তড়িঘড়ি এই ডিফেন্ডারকে এনে রক্ষণকে মজবুত করতে চাইছেন ফাওলার। দুজন স্বদেশী স্টপার নিয়ে যে গোটা টুর্নামেন্ট চালানো যাবে না তা ভালোই বুঝতে পারছেন। এখন দেখার এই গুজব যদি সত্যি হয় তবে কত তাড়াতাড়ি ক্যালমকে ভারতে আনতে পারবে ইস্টবেঙ্গল।আরও একটা জিনিস দেখার আছে যে এই ব্রিটিশ ডিফেন্ডারকে যদি ইস্টবেঙ্গল নেয়, তবে কোন বিদেশিকে স্কোয়াড থেকে বাদ দেয় লাল হলুদ ম্যানেজমেন্ট।