টানটান ম্যাচে চেলসিকে হারিয়ে ট্রফি হাতে পেলেন সালাহ-মানেরা – অজয় মজুমদার

0
70

ছয় ম্যাচ আগে ইংলিশ প্রিমিয়ার লীগ খেতাব জেতা হয়ে গেলেও   বুধবারই মোহাম্মদ সালাহ-সাদিও মানেদের হাতে প্রিমিয়ার লিগের ট্রফি তুলে দেওয়া হল চেলসির বিরুদ্ধে 5-3 গোলের রুদ্ধশ্বাস জয়ের পর । টানটান উত্তেজনার  ম্যাচের পর লিভারপুল লেজেন্ড কেনি ডালগ্লিস তাঁর উত্তরসূরিদের হাতে বহু কাঙ্খিত ট্রফি তুলে দেন।
সাত ম্যাচ বাকি থাকতে লীগ  খেতাব নিশ্চিত করে ফেললেও ট্রফিটি এতদিন হাতে পায়নি এনফিল্ডের ক্লাবটি।
সদ্য ম্যানচেস্টার ইউনাইটেডকে উড়িয়ে দিয়ে এফএ কাপের ফাইনালে ওঠা চেলসি ম্যাচ শুরু করে আক্রমণাত্মক মেজাজে, অষ্টম মিনিটে রেসে জেমসের ক্রসে ম্যাসন মাউন্টের হেড লক্ষ্যভ্রষ্ট না হলে ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারতো লন্ডনের ক্লাবটি।
ম্যাচের প্রাথমিক পর্বে চেলসির আধিপত্য থাকলেও 23 মিনিটের মাথায় কাজের কাজটি করে ফেলে লিভারপুলের নবি কেইটা  যখন তিনি দূর পাল্লার শটে লক্ষভেদ করে যান। 
গোল পাওয়ার পর থেকেই অন্য লিভারপুলকে দেখা যেতে থাকে  34তম মিনিটে ট্রেন্ট-আলেক্সান্ডার আর্নল্ডের বাঁক খাওয়ানো ফ্রি কিক কারো কিছু বুঝে ওঠার আগেই জালে আশ্রয় নেয়, এরপর 43তম মিনিটে কর্নার থেকে বক্সের ভেতর বল পেয়ে সুযোগসন্ধানী শটে ব্যাবধান 3-0 করেন ভেইনালডাম। অলিভিয়ে জিরুদ প্রথমার্ধের সংযোজিত সময়ে গোল করে দ্বিতীয়ার্ধে চেলসিকে লড়াইয়ে টিকিয়ে রাখেন। 
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে লিভারপুল। শুরুতেই বিপক্ষ গোলকিপারকে একা পেয়ে সালাহ গোলের সহজ সুযোগ নষ্ট না করলে লিভারপুল এগিয়ে যেতে পারতো 4-1 গোলে । তবে চতুর্থ গোলের জন্যে খুব বেশি অপেক্ষা করতে হয়নি জুর্গেন ক্লপের ছাত্রদের, 55তম মিনিটে আর্নল্ডের ক্রস থেকে রবের্ত ফিরমিনো নিখুঁত হেডে গোল করে চেলসির ম্যাচে ফেরা কার্যত অসম্ভব করে তোলেন। 
কিন্তু এর পরই জ্বলে ওঠে নীল জার্সিধারীরা, ছয় মিনিট পর ক্রিস্টিয়ান পুলিসিকের পাস থেকে এলিসনকে পরাস্ত করে চেলসিকে ম্যাচে ফেরার আশা দেখান ট্যামি আব্রাহাম। 
64মিনিটে এলিসনকে একা পেয়ে গোল করতে ব্যার্থ হলেও, নয় মিনিট পর ক্যালাম  হাডসন-ওডোইয়ের বাড়ানো উঁচু ক্রস থেকে তিনকাঠি খুঁজে নিতে ভূল করেননি পুলিসিক।
এরপরই আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে খেলা, এই সময় এলিসন বেশ কয়েক বার লিভারপুলের নিশ্চিত পতন রোধ করেন। গোলের জন্যে মরিয়া চেলসির আক্রমণে ব্যাতিব্যাস্ত দেখাচ্ছিল লিভারপুল রক্ষনকে, কিন্তু 84তম মিনিটে খেলার গতি প্রকৃতির বিরুদ্ধে গোল করে লিভারপুলের জয় নিশ্চিত করেন অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেইন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here