দ্য কলকাতা মিরর ব্যুরো : শেষ পর্যন্ত জল্পনাই সত্যি হলো দীর্ঘ চোদ্দো বছরের সম্পর্কে ইতি টেনে চার্চিলের জালে ধরা দিলেন মোহনবাগানের বাজপাখি শিল্টন পাল l
সেই 2006 থেকে শুরু করে 2020 পর্যন্ত দীর্ঘ চোদ্দোটা বছর বাগানের তিন কাঠির নিচে ভরসার নাম ছিলো শিল্টন, বহু বড় ম্যাচেই পরাজয় আর মোহনবাগানের মধ্যে দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন বাগুইআটির এই গোলরক্ষক l হোসে রেমিরেজ ব্যারেটোর পর তিনিই হয়ে উঠেছিলেন গঙ্গাপাড়ের ক্লাবের সব থেকে প্রিয় ঘরের ছেলে, বাগানের প্রথম আই লীগ জয়ী দলের অধিনায়কও ছিলেন তিনিই l


অতীতে ইস্টবেঙ্গল সহ বহু ক্লাবের প্রস্তাব নির্দ্বিধায় ফিরিয়ে দিয়ে বাগানে থেকে গেলেও, চিত্রটা বদলাতে শুরু করে মোহনবাগান আর এটিকের সংযুক্তিকরণের পর থেকেইl বাগানে অনিশ্চিত হয়ে পরে শিল্টনের ভবিষ্যত, খবর আসতে শুরু করে সামনের মরশুমে তাঁকে দলে রাখা নাও হতে পারে এমত অবস্থায় অনেকেই ভেবেছিলেন শিল্টন হয়তো গ্লাভস জোড়া তুলে রাখবেন, কিন্তু কথায় বলে চ্যাম্পিয়নরা এতো সহজে হেরে যান না তাইতো মহামেডানের প্রস্তাব প্রত্যাখ্যান করে কেরিয়ারের শেষের দিকে এসে প্রথমবার বাংলা ছাড়ার নির্ণয় নিলেন এই 32 বছরের গোলকিপার l
শিল্টন জানিয়েছেন এটা তাঁর কাছে নতুন একটা চ্যালেঞ্জ চার্চিলের জার্সি গায়ে নিজেকে প্রমান করাই একমাত্র লক্ষ তাঁর l এই নিয়ে চার্চিল দ্বীতিয় বাঙালি গোলকিপার সই করলো এর আগে এটিকে যুব দলের গোলকিপার দেবনাথ মন্ডলকেও দলে নিয়েছে রেড মেশিনরা l