দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: চার মাস বিরতির পর প্রথম প্রতিযোগিতা মূলক ম্যাচে নেমেই ফরাসি কাপের শিরোপার দখল করলো প্যারিস সেন্ট জার্মেইন। এই নিয়ে তেরো বার ফরাসি কাপ জিতলো পিএসজি।
নেইমারের একমাত্র গোলে দশ জনের সেন্ট এতিয়েনকে হারিয়ে মরশুমের দ্বীতিয় ট্রফি ঘরে তুলেছে টমাস টুখেলের দল। ম্যাচের চতুর্দশ মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার পাস ধরে ডি-বক্সের মাঝামাঝি থেকে বাঁ পায়ের শটে গোল করে পিএসজি’র জয় সুনিশ্চিত করেন এই ব্রাজিলিয় তারকা।
এই নিয়ে চলতি মরশুমে ফরাসি ফুটবলের দুটি শীর্ষ খেতাবই ঘরে তুলল পিএসজি। করোনা মহামারির কারণে এপ্রিলে লিগ ওয়ান বাতিল করা হলে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা পিএসজিকে।


করোনা সংকটের মধ্যে এটাই ছিল ফ্রান্সে প্রথম কোনও প্রতিযোগিতামূলক ফুটবল ম্যাচ। খেলা শুরুর আগে খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো।
পিএসজির ভেন্যুটিতে 80 হাজার দর্শক ধারণ ক্ষমতার গ্যালারি থাকলেও স্বাস্থ্য বিধি মেনে ম্যাচটি মাঠে বসে দেখতে অনুমতি দেওয়া হয় 5 হাজার সমর্থককে।
তবে এতো কিছুর মধ্যেও পিএসজির শিবিরে দুঃসংবাদ বয়ে এনেছে কিলিয়ান এমব্যাপের চোট। ম্যাচের প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছাড়াতে বাধ্য হন এই ফরাসি তারকা। তাঁর চোট বেশ গুরুতর বলেই মনে করা হচ্ছে।