দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ সদ্য মাতৃহারা হয়েছেন, কিন্তু তাতে কর্তব্যে গাফিলতি নেই প্রাক্তন মোহনবাগান কোচ কিবু ভিকুনার। দলের অবস্থা ভালো নয়। ৬ ম্যাচ খেলার পর তিন পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৯ নম্বরে রয়েছে কেরালা ব্লাস্টার্স। তাই জীবনের সবচেয়ে বড় আঘাতটি পেয়েও সেই শোক সামলে কর্তব্যে অবিচল থাকতে হচ্ছে তাকে। খেলোয়াড়রা নিশ্চয়ই কোচের দায়বদ্ধতা দেখছেন। গতম্যাচে শেষমুহূর্তে হারের মুখ থেকে ফেরা সাহাল আব্দুল সামাদরা আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। তাই আজকের ম্যাচে কোচকে জয় উপহার দিতে চায় ব্লাস্টার্স শিবির।
অপরদিকে টুর্নামেন্টের অন্যতম সেরা দল মুম্বাই সিটি এফসি-র কাছে গত ম্যাচে হেরে অপরাজিত তকমা হারিয়েছে হায়দরাবাদ। তাই আজ ম্যাচ জিতে ফের নিজেদেরকে পয়েন্টস টেবিলে ভালো জায়গায় নিয়ে যেতে চাইবেন নিজামরা। কোচ মানোলো মার্কুয়েজ এই ম্যাচে হয়তো শুরু থেকেই নামাতে পারেন তার তুরুপের তাস লিস্টন কোলাসো-কে। কাল হাড্ডাহাড্ডি ম্যাচের অপেক্ষায় ফুটবল প্রেমীরা।
• কেরালা ব্লাস্টার্স সম্ভাব্য একাদশ:-
গোলরক্ষক-
অ্যালবিনো গোমস
রক্ষণ-
নিশু কুমার, বাঁকারী কোনে, কোস্তা, ধনচন্দ্র মিতেই
মাঝমাঠ-
রোহিত কুমার, ফাকুন্দো আবেল, ভিসেন্তে গোমেজ
আক্রমণ-
রাহুল কেপি, গ্যারি হুপার, সত্যসেম সিং
• হায়দরাবাদ এফসি সম্ভাব্য একাদশ:-
গোলরক্ষক-
সুব্রত পাল
রক্ষণ-
আশিস রাই, চিংগলনসানা সিং, ওদেই ওনাইন্ডিয়া, আকাশ মিশ্র
মাঝমাঠ-
জোয়াও ভিক্টর, হিতেশ শর্মা, নিখিল পূজারি, লিস্টন কোলাসো, হালিচরণ নার্জারি
আক্রমণ-
আরিদেন সান্টানা