দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ইংলিশ প্রিমিয়ার লীগ আগেই জেতা হয়ে গেলেও ট্রফি হাতে পাওয়া বাকি ছিল লিভারপুলের। গত বুধবার রুদ্ধশ্বাস ম্যাচে চেলসিকে 5-3 গোলে ট্রফি নিয়ে উল্লাসে ভাসে অলরেডরা। স্বাভাবিকভাবেই দলের সঙ্গে শিরোপা উৎসবে মেতেছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফাবিনহো। ঠিক সে সময় চোরেরা হানা দেয় তার বাড়িতে। নিয়ে যায় স্বর্ণলংকার ও একটি গাড়ি।
অ্যানফিল্ডে বুধবার রাতে পুরো 90 মিনিট মাঠে ছিলেন ফাবিনহো। শিরোপা উৎযাপনের দিন মাঠে যাওয়ার অনুমতি পেয়েছিলেন খেলোয়াড়দের পরিবারের সদস্যরা। ফাবিনহোর পরিবারের সদস্যরা তাই বুধবার মাঠে গিয়েছিলেন। বাড়ি ফাঁকা থাকায় সে সুযোগটাই কাজে লাগায় চোরের দল।
স্থানীয় পুলিশ গাড়িটি উদ্ধার করতে পারলেও এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।