দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: করোনায় আক্রান্ত হলেন বার্সেলোনা লেজেন্ড জাভি হার্নান্ডেজ । ইনস্টাগ্রামে নিজেই সে কথা জানিয়েছেন এই প্রাক্তন মিডফিল্ডার।
জাভি, যিনি বর্তমানে কাতারের ক্লাব আল সাদের কোচের ভূমিকা পালন করছেন, ইনস্টাগ্রামে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে লিখেছেন, ‘আজ আমি দলের সঙ্গে থাকতে পারছি না। আমার বদলে টেকনিক্যাল স্টাফের প্রধান হিসেবে থাকবেন ডেভিড প্রাটস। কিছুদিন আগে আল সাদের নিয়ম মেনে সর্বশেষ করোনা পরীক্ষায় আমি পজিটিভ এসেছি।’
এদিনই আনুষ্ঠানিক ভাবে প্রতিযোগিতা মূলক ম্যাচে ফেরার কথা আল সাদের।
স্পেনের 2010 বিশ্বকাপ জয়ী দলের এই সদস্য আরও জানিয়েছেন, শারীরিকভাবে এখন তিনি ভালো আছেন এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করছেন। জাভি লিখেছেন, ‘সৌভাগ্যবশত এখন ভালো বোধ করছি। তবে ঠিক হয়ে ওঠার আগ পর্যন্ত নিজেকে সবকিছু থেকে আলাদা রাখব। স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ যখন ছাড়পত্র দেবে তখন আগের চেয়েও বেশি সংকল্প ও ইচ্ছা নিয়ে দৈনন্দিন কাজে ফিরতে চাই।’
আল সাদের তরফে টুইট করেও জাভির করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।
করোনা আক্রান্ত জাভি

