চ্যাম্পিয়ন এবং রানার্স আপ আগেই নির্ধারিত হয়ে গেলেও এ মরশুমে ইংলিশ প্রিমিয়ার লীগের পিকচার আভি বাকি হ্যায় l আগামী বছর উয়েফা চ্যাম্পিয়নস লীগে ইংল্যান্ড থেকে লিভারপুল এবং ম্যানচেস্টার সিটির পাশাপাশি আর কোন দুই দল সুযোগ পাবে তা নির্ধারণ করতে তিন দল মাঠে নামতে চলেছে মরশুমের শেষ দিনে ।
ইপিএল চ্যাম্পিয়ন লিভারপুল এবং রানার্স-আপ ম্যান সিটি ইতিমধ্যেই আগামী মরশুমের ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতার টিকিট পেয়ে গেলেও, এখনো ভাগ্য ঝুলে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি এবং লেস্টার সিটির l
লীগ টেবিলের তিন নাম্বারে থাকা ম্যান ইউর সংগৃহে 63 পয়েন্ট, সমসংখ্যাক পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের চেলসি এবং এক পয়েন্ট কম থাকা লেস্টার পঞ্চম স্থানে অবস্থান করছে l ইংলিশ প্রিমিয়ার লীগ থেকে চারটি দল সুযোগ পায় চ্যাম্পিয়নস লীগে ফলে শেষ দিনে তিন দলই মাঠে নেমে জয় ছাড়া অন্য কিছুর কথা ভাববে না এটা স্বাভাবিক l
তবে অঙ্ক এত সহজ নয়, শেষ দিনে ঘরের মাঠে উল্ভারটন উল্ফসের মুখোমুখী হবে চেলসি, যে ম্যাচ জিতলেই তারা পেয়ে যাবে চ্যাম্পিয়নস লীগের ছাড়পত্র l অন্য দিকে লেস্টার স্বাগত জানাবে ম্যান ইউকে, এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো পথ খোলা নেই ব্রেন্ডন রজার্সের ছেলেদের কাছে l ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতায় খেলতে হলে তাদেরকে হারাতেই হবে রেড ডেভিলসদের l অন্য দিকে ওলে গুনে সোলকসারের ম্যান ইউর এই ম্যাচ কোনো মতেই হারা চলবে না নিদেন পক্ষে এক পয়েন্ট তাদের চাইই এই ম্যাচ থেকে l
আপাত দৃষ্টিতে চেলসির কাজটা সহজ মনে হতে পারে কারণ শেষ ম্যাচে তাদের নামতে হচ্ছে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে, কিন্তু শেষ ম্যাচে লিভারপুলের কাছে পরাজয় নিঃসন্দেহে তাদের মনোবলে আঘাত হেনেছে l তবে ক্রিস্টিয়ান পুলিসিকের ফর্মে ভর করে বৈতরণী পার করার আশায় আছেন ল্যাম্পার্ড l অন্য দিকে লেস্টারকে আশা যোগাচ্ছে ম্যান ইউর ঘরের বাইরে ব্যার্থতা l গোটা মরশুম জুড়েই ওল্ড ট্রাফোর্ডের গন্ডি পেরোলেই যেন রেড ডেভিলসদের রথের চাকা মাটিতে বসে গেছে l দুই দলই তাদের শেষ ম্যাচে আশানুরূপ ফল করতে পারেনি লেস্টার যেখানে টটেনহ্যামের কাছে পরাজিত হয়েছে 0-3 গোলে সেখানে ম্যান ইউ ঘরের মাঠে 1-1 গোলে ড্র করেছে ওয়েস্ট হ্যামের বিপক্ষে l
মরশুমের শেষ দিনে ভাগ্য কার প্রতি সুপ্রসন্ন হবে সেটার আগাম ভবিষ্যতবাণী করার সাহস হয়তো কোনো জুয়াড়িই দেখাবে না, তবে এটা হলফ করে বলাই যায় ফুটবলপ্রেমীদের জন্যে টানটান উত্তেজনায় ভরা দুটি ম্যাচ অপেক্ষা করছে l ভারতীয় সময়ে খেলা শুরু রাত সাড়ে আটটায় l