করোনা পরিস্থিতির মধ্যেই ভারত বর্ষের প্রথম ফুটবল ক্লাব হিসেবে মাঠে নেমে পরতে চলেছে মহামেডান স্পোর্টিং l সব কিছু ঠিক থাকলে আগামী মাসের 5 তারিখ থেকে দ্বীতিয় ডিভিশন আই লীগের প্রস্তুতিতে নেমে পরার কথা তীর্থঙ্কর-প্লাজাদের l শেষ বার মার্চ মাসের 13 তারিখ মাঠে দেখা গিয়েছিল ব্ল্যাক প্যান্থারদের l
ক্লাবের নবনির্বাচিত সচিব ওয়াসিম আক্রাম দ্য ক্যালকাটা মিররকে জানিয়েছেন সাস্থবিধি মেনেই তাঁরা অনুশীলন শুরু করতে চান এবং এই নিয়ে ইতিমধ্যেই তাঁরা রাজ্য ক্রীড়া দপ্তর, আইএফএ এবং আর্মি সহ অন্নান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি চেয়ে চিঠি পাঠানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছেন, আগামী সপ্তাহে তাঁরা ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সাথে আলোচনায় বসবেন বলেও জানা গেছে l তিনি জানিয়েছেন দ্বিতীয় ডিভিশন আই লীগে বল গড়ানোর আগে ন্যূনতম পঁয়তাল্লিশ দিনের অনুশীলন খুবই আবশ্যিক সেটাই তাঁরা ক্রীড়ামন্ত্রীকে বোঝানোর চেষ্টা করবেন l
তবে তা বলে স্বাস্থবিধি নিয়ে কোনো আপস করতে নারাজ এই তরুণ কর্মকর্তা l তিনি বলেন, ‘ক্লাবে তিনটে প্রবেশ দ্বার থাকলেও আমরা একটিই ব্যবহার করবো সেখানেও আমরা স্যানিটাইজিং টানেল খুব শীর্ঘ্রই বসাতে চলেছি l এছাড়াও আমরা নিয়মিত খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফেদের স্বাস্থ পরীক্ষা করার ব্যবস্থা রাখতে চলেছি, অনুশীলনেও যাতে সামাজিক দূরত্ব মানা হয় সে দিকেও আমাদের নজর থাকবে l’
রাজ্য জুড়ে লকডাউন থাকার দরুন এখনো ট্রেন চলাচল শুরু হয় নি, শহরতলি থেকে খেলোয়াড়েরা কিভাবে অনুশীলনে যোগ দেবেন এই নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিলেও ওয়াসিম আক্রাম তারও দাওয়াই বাতলে দিলেন l তিনি জানিয়েছেন প্রয়োজনে ক্লাবের পক্ষ থেকেই খেলোয়াড়দের যাতায়াতের ব্যবস্থা করবেন তাঁরা l তিনি আরও জানিয়েছেন কল্যাণীতে আবাসিক শিবির করার পরিকল্পনাও রয়েছে তাঁদের l