দ্য কলকাতা মিরর ব্যুরো :ইংলিশ প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন এবং রানার্স-আপ আগেই নির্ধারিত হয়ে গেলেও, মরশুমের শেষ দিনে উত্তেজনার অভাব ছিলো না। রবিবার রাতে নানা আশা আশঙ্কার দোলাচলের মাঝে আগামী মরশুমে উয়েফা চ্যাম্পিয়নস লীগে যোগ্যতা অর্জন করার লক্ষ্যে মাঠে নেমেছিল চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং লেস্টার সিটি। তবে সব অঘটনের আশঙ্কা উড়িয়ে প্রত্যাশা মতো জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন্স লীগের টিকিট নিশ্চিত করেছে চেলসি ও ম্যান ইউ।
টানটান উত্তেজনায় ভরা মরশুমের শেষ দিনে মাত্র এক পয়েন্টের ব্যবধানে লিগে তিন থেকে পাঁচে অবস্থান করা ম্যান ইউ, চেলসি ও লেস্টার সিটি মাঠে নেমেছিল। ঘরের মাঠে লেস্টার ছিলো ম্যান ইউর প্রতিদ্বন্দ্বী, ওপরদিকে চেলসি নেমেছিলো উলভারটন উল্ফসের বিরুদ্ধে ।
যেখানে চেলসি এবং ম্যান ইউকে কেবল মাত্র হার বাঁচালেই চলতো, লেস্টারের জন্যে অঙ্কটা ছিলো একটু জটিল। তাদেরও ড্র করলে চলতো কিন্তু সেক্ষেত্রে চেলসিকে হারতে হতো। কিন্তু নিজ নিজ ম্যাচ 2-0 গোলে জিতে ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতায় নিজেদের স্থান নিশ্চিত করেছে চেলসি এবং ম্যান ইউ।
স্টামফোর্ড ব্রিজে অপেক্ষাকৃত দুর্বল উল্ফসের বিরুদ্ধে শুরু থেকেই সাবধানী ছিলো ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের চেলসি। খেলার শুরুর দিকে বেশ কিছু আক্রমণ তুলে আনলেও বিপক্ষ বক্সে গিয়ে খেই হারিয়ে ফেলেন ক্রিস্টিয়ান পুলিসিক-অলিভিয়ের জিরুরা।
গোটা প্রথমার্ধ জুড়ে ঢিমে তালে ফুটবল চললেও সংযোজিত সময়ে আক্রমণের ঝড় তুলে মাত্র দুই মিনিটের ব্যবধানে জেসন মাউন্ট ও জিরু গোল করে চেলসির চ্যাম্পিয়নস লীগ খেলা নিশ্চিত করেন।
অপরদিকে কিং পাওয়ার স্টেডিয়ামে রেড ডেভিলসদের বিরুদ্ধে শুরু থেকে আক্রমণের ঝড় তুলেও গোলের মূখ খুলতে ব্যার্থ হয় লেস্টার, প্রথমার্ধে ম্যান ইউর কাছেও গোলের বেশ কিছু সুযোগ এসেছিলো কিন্তু লেস্টার রক্ষণ ভাঙার জন্যে তা যথেষ্ট ছিলো না, ফলে দুই দলই বিরতিতে যায় ম্যাচের স্কোর গোলশূন্য রেখে।
দ্বিতীয়ার্ধে রেড ডেভিলসরা খোলস ছেড়ে বার হলে একের পর এক আক্রমণের ঢেউ আছড়ে পরতে থাকে লেস্টার সীমান্তে। ম্যাচের 69 মিনিটে তার সুফল রূপে পেনাল্টিও পেয়ে যায় ওলে গুনে সোলসারের ছাত্ররা এবং তা থেকে গোল করে দলকে এগিয়ে দিতে কোনো ভুল করেননি ব্রুনো ফার্নান্ডেজ।
মরণ বাচন ম্যাচে পিছিয়ে পরার পরেও ব্রেন্ডন রজার্সের লেস্টারের খেলায় ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা দেখা যায়নি, বরং একের পর এক সুযোগ তৈরী করে গেছেন সফরকারী দল। ম্যাচের সংযোজিত সময়ের শেষ মিনিটে জেসি লিনগার্ড লেস্টার গোলরক্ষক ক্যাসপার স্মাইকেলের ভুলের সুযোগ নিয়ে ম্যান ইউর জয় সুনিশ্চিত করেন।