দ্য কলকাতা মিরর ব্যুরো :গতকাল খবর রটে যায় আসন্ন মরশুমে আইএসএলে দলের সংখ্যা বাড়াতে নারাজ এফএসডিএল (FSDL), আগামী মরশুমেও আইএসএলে খেলতে দেখা যাবে দশটি দলকেই। এই খবর চাউর হতেই ময়দানে কানাঘুষো শুরু হয়ে যায় তবে কি এ বছর আর ইস্টবেঙ্গলের আইএসএল খেলা হবে না।
কোয়েসের সাথে বিচ্ছেদ হওয়ার পর থেকেই ক্লাব কর্তারা মরিয়া চেষ্টা চালাচ্ছেন নতুন ইনভেস্টর যোগাড় করে যেনতেন প্রকারে আইএসএল খেলার তবে কি সেই সব চেষ্টাই বিফলে যাবে। ইস্টবেঙ্গলের লক্ষ লক্ষ সভ্য-সমর্থক উৎকণ্ঠায় প্রহর গোনা শুরু করে।
এফএসডিএলের পক্ষ থেকে আধিকারিক ভাবে কোনো বিবৃতি না এলেও এই খবর চাউর হতেই ময়দানে নেমে পড়েছেন ইস্টবেঙ্গল কর্তারা। লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব তাঁবুতে কান পাতলে শোনা যাচ্ছে এফএসডিএলের কাছে সময় চেয়ে চিঠি পাঠিয়েছেন নিতু-কল্যাণরা। চিঠিতে তারা উল্লেখ করেছেন, ‘করোনা মহামারীর জেরে গোটা বিশ্ব থমকে আছে এই মুহূর্তে, এতদসত্বেও তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন ইনভেস্টর যোগাড় করার। চলতি সপ্তাহেই তারা ইনভেস্টর চূড়ান্ত করে ফেলার ব্যাপারে আশাবাদী তাই তাদের যেন আর একটু সময় দেওয়া হয়।’
লালহলুদে ইনভেস্টর রূপে প্রবাসী ভারতীয় প্রসূন মুখার্জীর কোম্পানির নাম বেশ কিছু দিন ধরে শোনা গেলেও, শেয়ার সংক্রান্ত জটিলতার কারণে এখনো চুক্তি করা যায়নি, তবে ক্লাব কর্তারা আশাবাদী চলতি সপ্তাহেই কেটে যাবে সব জট।