দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:আগামী মরশুমে ইস্টবেঙ্গলকে আইএসএল না আই লীগ কোন লীগে খেলতে দেখা যাবে এটাই এই মুহূর্তে কলকাতা ময়দানে সব থেকে বড় আলোচনার বস্তু। চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান ইতিমধ্যেই এটিকের সাথে গাঁঠছড়া বেঁধে আইএসএলে নাম লিখিয়ে ফেললেও, তাদের প্রিয় দল আগামী মরশুমে কোথায় খেলবে তা এখনো অজানা লাল হলুদ জনতার।
প্রাক্তন খেলোয়াড়েরাও এই প্রসঙ্গে দ্বিধাবিভক্ত। কেউ চান ইস্টবেঙ্গল খেলুক আইএসএল, আবার কারো মতে ইস্টবেঙ্গলের এই মরশুমে আই লীগেই থেকে যাওয়া উচিত, তর্কের যেন কোন শেষ নেই। এবার সেই তালিকায় নাম লেখালেন ইস্টবেঙ্গলের আশিয়ান জয়ের অন্যতম নায়ক ডগলাস সিলভা। তিন প্রধানের জার্সি গায়ে মাঠ কাঁপানো এই ব্রাজিলিয় ফুটবলার সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আগামী মরশুমে ইস্টবেঙ্গলের কোন লীগ খেলা উচিত এই নিয়ে মূখ খুলেছেন।
ডগলাস তাঁর ফেসবুক একাউন্ট থেকে লিখেছেন, ‘আমরা জানি গত দুসপ্তাহ ধরে ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়ে বেশির ভাগ মানুষ আলোচনা করছেন। কিন্তু যারা প্রকৃতই ইস্টবেঙ্গলকে ভালোবাসেন তাদের ভালোবাসা ক্লাবের জন্যে একই রকম থাকবে, সে ইস্টবেঙ্গল আইএসএল বা আই লীগ যেখানেই খেলুক না কেন। আর যারা ক্লাবের বিরুদ্ধে তারা বিষয়টা কে আলাদা ভাবে দেখবেন।’
তিনি আরও লিখেছেন, ‘এই মুহূর্তে আমাদের উচিত যারা করোনা আক্রান্ত তাদের চিন্তা আগে করা। তবে হ্যাঁ ইস্টবেঙ্গলের একজন প্রাক্তন খেলোয়াড় রূপে আমি অবশ্যই ইস্টবেঙ্গলকে আইএসএলে দেখতে চাই।’