দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:বিংশ শতাব্দীতে ভারতীয় দলের জার্সি গায়ে চাপানো ফুটবলার দের মধ্যে বাইচুং ভুটিয়া না সুনীল ছেত্রী কে সেরা এই নিয়ে ভক্তদের মধ্যে তর্কের শেষ নেইl কারো কাছে যেমন সেরা পাহাড়ি বিছে তেমনি কেউ আবার এগিয়ে রাখেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিককে, এই তর্কের যেন কোনো অন্ত নেইl এবার সেই তালিকায় নবীনতম সংযোজন হলেন ওড়িশা এফসি তথা ভারতীয় দলের তরুণ মিডফিল্ডার ভিনিত রাইl
সম্প্রতি আসামের এই ফুটবলার জানিয়েছেন তাঁর কাছে সুনীলই এগিয়ে এর কারণ স্বরূপ তিনি বলেছেন, ‘বাইচুং এবং সুনীল ভাই দুজনই কিংবদন্তি, ভারতীয় ফুটবলের জন্যে ওনাদের অবদান অতুলনীয়l কিন্তু আমি সুনীল ভাইকেই এগিয়ে রাখবো, তার কারণ আমি ওনার সাথে খেলেছি এবং অনেক কিছু শিখতে পেরেছিl ওনার থেকে অনেক মূল্যবান উপদেশ পেয়েছিl উনি যেভাবে কথা বলেন, ওনার কঠিন পরিশ্রম, খাদ্যাভ্যাস সব কিছুই আমি অনুকরণ করার চেষ্টা করিl’
টাটা ফুটবল একাডেমির থেকে উঠে আসা ভিনিত ইতিমধ্যেই ভারতীয় ক্লাব ফুটবলে খেলে ফেলেছেন ডেম্পো, কেরালা ব্লাস্টার্স, দিল্লী ডাইনামোস এবং মিনার্ভা পাঞ্জাবের মত ক্লাবেl ভারতীয় দলের হয়েও খেলেছেন 11টি ম্যাচl