দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আগামী মরশুমের জন্যে কোচ ঠিক করে ফেললো মহামেডান স্পোর্টিং। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী মোহনবাগানের যুব দলের প্রাক্তন কোচ নাসিম আলিকেই দেখা যাবে আসন্ন দ্বিতীয় ডিভিশন আই লীগে মহামেডান হট সিটে।
গত মরশুমে দলকে সাফল্য এনে দেওয়া নাইজেরিয় কোচ শাহিদ রামোনের এ লাইসেন্স না থাকার দরুন কর্তাদের একজন লাইসেন্স ধারী কোচ নিতেই হতো। মোহনবাগান অনুর্ধ ঊনিশ দলের পাশাপাশি সিনিয়র দলের সহকারী কোচের দায়িত্ব সামলানো নাসিমের উপরই সেই কাজের জন্যে ভরসা রাখছেন সাদা কালো কর্তারা।
আগামী মরশুমে আই লীগে ওঠার লক্ষ্যে ইতিমধ্যেই বেশ শক্তিশালী দল গড়ে ফেলেছেন সাদা কালো কর্তারা। উইলিস প্লাজা-এজে কিংসলের মতো বিদেশী সই করানোর পাশাপাশি ধরে রেখেছেন গত মরশুমের গোটা দলকেই । আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই অনুশীলন শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের ।