দ্য কলকাতা মিরর ব্যুরো : আজ সন্ধেতেই কেন্দ্র সরকারের তরফ থেকে জারি করা হয়েছে আনলক তিনের নির্দেশিকা, আর এতেই মাথায় হাত পড়েছে মহামেডান কর্তাদের l কেন্দ্রীয় সরকারের তরফ থেকে স্পষ্ট বলা হয়েছে অগাস্ট মাসের 31 তারিখ পর্যন্ত গোটা দেশে বন্ধ থাকবে সকল প্রকার খেলাধুলো এমনকি অনুশীলনে নামার অনুমতিও দেওয়া হবে না, আর এতেই মহামেডানের দ্বীতিয় ডিভিশন আই লীগের প্রস্তুতি বড়োসড়ো প্রশ্নের মূখে পরে গেছে l
আনুষ্ঠানিক ভাবে দিনক্ষণ ঘোষণা না করলেও সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের সূত্র থেকে জানা যাচ্ছিলো সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে শুরু হতে পারে দ্বীতিয় ডিভিশন আই লীগ, আর সেই মতোই অগাস্টের প্রথম সপ্তাহে প্রাক মরশুম প্রস্তুতি শুরু করার পরিকল্পনা ছিলো সাদা কালো কর্তাদের, কিন্তু কেন্দ্র সরকারের এই নির্দেশিকা আসার পরই হতাশা নেমে আসে রেড রোডের পাশের ক্লাব তাঁবুতে l
গতকাল রাজ্য ক্রীড়া পর্ষদের নিস্ফলা বৈঠকের পর আগামী মাসের 4 তারিখ আবারো ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের সাথে বসার কথা ছিলো মহামেডান কর্তাদের, সেখানেই ঠিক হওয়ার কথা ছিলো কবে থেকে অনুশীলন শুরু করতে পারবেন তাঁরা l কিন্তু এই নতুন নির্দেশিকা আসার পর সেই বৈঠকের আর কোনো মূল্যই রইলো না l
দ্য কলকাতা মিররের সঙ্গে কথা বলতে গিয়েও স্পষ্টতই হতাশা ঝরে পরে ক্লাব সচিব ওয়াসিম আক্রামের গলায় l তিনি বলেন, ‘নতুন নির্দেশিকার কথা শুনেছি, কিন্তু এখনো বিস্তারিত ভাবে পড়া হয়ে ওঠেনি l বাকি ক্লাব কর্তাদের সাথে বৈঠক করে পরবর্তী পদক্ষেপ ঠিক করবো l’
অগাস্ট মাস জুড়ে ক্রীড়া সংক্রান্ত যাবতীয় ক্রিয়াকলাপ বন্ধ থাকলে সেপ্টেম্বরে দ্বীতিয় ডিভিশন আই লীগের ভবিষ্যত নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়ে গেছে, এই নিয়ে জানতে চাওয়া হলে এই তরুণ কর্মকর্তা বলেন, ‘এখনো পর্যন্ত আধিকারিক ভাবে কোনো কিছুই আমাদের জানানো হয়নি, তবে আমি মনে করি ফেডারেশন যাই সিদ্ধান্ত নিক সেটা ফুটবলের স্বার্থেই নেবেন এবং আমার তাঁদের প্রতি পূর্ণ আস্থা রয়েছে l’