নেইমার-এমব্যাপে জোড়া ফলাতে চ্যাম্পিয়নস লীগে বাজিমাত করার পরিকল্পনা ভেস্তে গেলো পিএসজির। কোয়ার্টার ফাইনালে নাপোলির বিরুদ্ধে এমব্যাপেকে ছাড়াই নামতে হচ্ছে তাঁদের। গত সপ্তাহে ফরাসি কাপের ফাইনালে সেন্ট এতিয়েনের বিরুদ্ধে গোড়ালিতে চোটে পান এই ফরওয়ার্ড। খেলার প্রথমার্ধে এতিয়েন অধিনায়ক লোইক রেইনারের বিশ্রী ট্যাকেলের জেরে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে বাধ্য হন এমব্যাপে।ম্যাচ শেষে ক্র্যাচে ভর দিয়ে সতীর্থদের পিএসজির তেরোতম ফরাসি কাপ জয়ের উৎসবে সামিল হতে দেখে মনে হয়েছিল হয়তো তেমন গুরুতর আঘাত পাননি এই বিশ্বকাপজয়ী তারকা। কিন্তু সেই ভূল ভাঙতে অবশ্য বেশি ক্ষণ লাগেনি, স্ক্যানের রিপোর্ট আসতেই দেখা যায় লিগামেন্টে বেশ গুরুতর আঘাত পেয়েছেন এই ২১ বছরের ফুটবলার, এবং অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
পিএসজির তরফ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। প্রসঙ্গত, পিএসজি যদি সেমিফাইনালে উঠতে পারে সেক্ষেত্রে মাঠে দেখা যেতে পারে এমব্যাপেকে।