দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : এবার করোনা হানা দিল লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের অন্দর মহলে, করোনা ধরা পরলো স্ট্রাইকার মারিয়ানো দিয়াজের। করোনা পসিটিভ হওয়ার পর থেকেই আইসোলেশনে আছেন এই ডমিনিকান রিপাবলিকের ফুটবলার।
আগামী মাসের সাত তারিখ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে জিনেদিন জিদানের ছেলেরা। ইংল্যান্ড যাত্রার আগে রিয়াল কর্তৃপক্ষ গোটা দলের করোনা পরীক্ষা করায় আর তাতেই করোনা ধরা পড়েছে এই 24-বছরের ফুটবলারের।করোনা ধরা পরলেও দিয়াজ নিশ্চিত করেছেন, তিনি দলের অন্য কোন ফুটবলার কিংবা স্টাফের সংস্পর্শে আসেননি।
রিয়াল বিবৃতি দিয়ে জানিয়েছে, শারীরিকভাবে পুরোপুরি ঠিক আছেন দিয়াজ। নিজের ইনস্টাগ্রামে দিয়াজও জানিয়েছেন তিনি সুস্থ আছেন, ‘বাড়িতেই চিকিৎসা নিচ্ছি। আশা করছি দ্রুতই সুস্থ হয়ে যাবো।’
ম্যানসিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে ঘরের মাঠে 2-1 গোলে পিছিয়ে আছে লস ব্লাঙ্কোসরা।